ফ্রান্সের বিখ্যাত গোথা নাইট ক্লাবে টিনেজ তারকা জাস্টিন
বিবারের সঙ্গে বেশ অন্তরঙ্গ
অবস্থায় দেখা গিয়েছে হলিউড তারকা প্যারিস হিলটনকে। কনট্যাক্ট মিউজিক এক
প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
অন্য এক সূত্র ডেইলি মিররকে জানায়, ৩৩ বছরের প্যারিস হিলটনের সঙ্গে দারুণ প্রেমময় সময় কাটাচ্ছিলেন বিবার। ওই নাইট ক্লাবে একটি প্রাইভেট টেবিলে বসেছিলেন তারা। সবার মনযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন তারা। বিবারের সঙ্গে বেশ সেক্সি ঢংয়ে নাচতেও দেখা গেছে প্যারিসকে।
এদিকে টিএমজেড এক প্রতিবেদনে জানায়, এ ব্যাপারে মুখ খুলতে নারাজ হিলটন। তবে অন্তত ৫০ জন মানুষ সাক্ষী দিয়েছেন যে, ক্লাব থেকে তারা দুজন বিবারের বাড়িতে যান। ক্লাবে এক মুহূর্তের জন্যেও দুজনকে আলাদা দেখা যায়নি। সেখানে বিবার অবশ্য গান গাননি। তাই আধা ঘণ্টা পরই ক্লাব ত্যাগ করেন তারা।
সম্প্রতি প্যারিস ডেটিং করছেন মডেল তারকা রিভার ভিপেরির সঙ্গে।
অন্য এক সূত্র ডেইলি মিররকে জানায়, ৩৩ বছরের প্যারিস হিলটনের সঙ্গে দারুণ প্রেমময় সময় কাটাচ্ছিলেন বিবার। ওই নাইট ক্লাবে একটি প্রাইভেট টেবিলে বসেছিলেন তারা। সবার মনযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন তারা। বিবারের সঙ্গে বেশ সেক্সি ঢংয়ে নাচতেও দেখা গেছে প্যারিসকে।
এদিকে টিএমজেড এক প্রতিবেদনে জানায়, এ ব্যাপারে মুখ খুলতে নারাজ হিলটন। তবে অন্তত ৫০ জন মানুষ সাক্ষী দিয়েছেন যে, ক্লাব থেকে তারা দুজন বিবারের বাড়িতে যান। ক্লাবে এক মুহূর্তের জন্যেও দুজনকে আলাদা দেখা যায়নি। সেখানে বিবার অবশ্য গান গাননি। তাই আধা ঘণ্টা পরই ক্লাব ত্যাগ করেন তারা।
সম্প্রতি প্যারিস ডেটিং করছেন মডেল তারকা রিভার ভিপেরির সঙ্গে।

0 comments: