Saturday, 24 May 2014

নাইট ক্লাবে বিবারের সঙ্গে প্যারিস হিলটনের অন্তরঙ্গ সময়



ফ্রান্সের বিখ্যাত গোথা নাইট ক্লাবে টিনেজ তারকা জাস্টিন বিবারের সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছে হলিউড তারকা প্যারিস হিলটনকেকনট্যাক্ট মিউজিক এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে
অন্য এক সূত্র ডেইলি মিররকে জানায়, ৩৩ বছরের প্যারিস হিলটনের সঙ্গে দারুণ প্রেমময় সময় কাটাচ্ছিলেন বিবারওই নাইট ক্লাবে একটি প্রাইভেট টেবিলে বসেছিলেন তারাসবার মনযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন তারাবিবারের সঙ্গে বেশ সেক্সি ঢংয়ে নাচতেও দেখা গেছে প্যারিসকে
এদিকে টিএমজেড এক প্রতিবেদনে জানায়, এ ব্যাপারে মুখ খুলতে নারাজ হিলটনতবে অন্তত ৫০ জন মানুষ সাক্ষী দিয়েছেন যে, ক্লাব থেকে তারা দুজন বিবারের বাড়িতে যানক্লাবে এক মুহূর্তের জন্যেও দুজনকে আলাদা দেখা যায়নিসেখানে বিবার অবশ্য গান গাননিতাই আধা ঘণ্টা পরই ক্লাব ত্যাগ করেন তারা
সম্প্রতি প্যারিস ডেটিং করছেন মডেল তারকা রিভার ভিপেরির সঙ্গে

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: