Monday, 28 April 2014

কমেডি ছবিতে নগ্ন সানি

বলিউডে বেশ ভালভাবেই নিজের জায়গা ইতিমধ্যে গড়ে নিয়েছেন এক সময়ের সাড়া জাগানো পর্নো তারকা সানি লিওন জিসম-২’-এর পর এরই মধ্যে তার রাগিনি এমএমএস ২ছবিটি মুক্তি পেয়েছেশুধু তাই নয়, ছবিটি বেশ ভাল ব্যবসাও করেছেপর পর দুটি ছবিতে সফলতা পাওয়া সানির চাহিদাও তাই বলিউডে এখন আকাশচুম্বীতবে শুধু শরীর প্রদর্শননির্ভর চরিত্রে কাজ না করতেও সানিকে অনেকে দিকনির্দেশনা দিয়েছেনএদিকে রাগিনি এমএমএস-২’-এর কিছু দৃশ্য পর্নো ছবির সঙ্গেও তুলনা করা চলেএ দৃশ্যগুলো খুব সাবলীলভাবেই করেছেন সানিআর নতুন খবর হচ্ছে, সানি লিওন এবার আসছেন তার নতুন ছবি নিয়ে এরই মধ্যে প্রিয়দর্শনের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনিএ ছবিতে কমেডি চরিত্রে দেখা যাবে সানিকেকিছু দৃশ্যে নগ্নভাবেও উপস্থাপিত হবেন তিনিজানা গেছে, এ ছবিতে অভিনয়ের জন্য এরই মধ্যে কমেডি শিখছেন সানি হিন্দি ভাষাও আরও ভালভাবে রপ্ত করছেনজনপ্রিয় কমেডি শোগুলো দেখছেনছবির স্ক্রিপ্ট পরিচালক সানির হাতে তুলে দিয়েছেন এরই মধ্যেসে অনুযায়ী রিহার্সেলেও অংশ নিচ্ছেন সানিসব মিলিয়ে প্রথমবারের মতো কমেডি চরিত্রে কাজ করতে যাওয়ায় বেশ উপভোগ করছেন তিনি
সবকিছুএদিকে কমেডি চরিত্র হলেও তার আবেদনময়ী রূপ থেকে কিন্তু বঞ্চিত হচ্ছেন না দর্শকবেশ কিছু গানে ব্যাপক খোলামেলা সানিকেই পাওয়া যাবেএ ছবিতে অভিনয় প্রসঙ্গে সানি লিওন বলেন, আমার প্রথম দুটি ছবিতে পুরোপুরি আবেদনময়ী চরিত্রে কাজ করেছিএবার কমেডি চরিত্রে অভিনয় করতে যাচ্ছিঅনেক ভাল লাগছেবিশেষ করে কমেডি শেখাটা আমি উপভোগ করছিকঠিনই মনে হচ্ছেতবে ধীরে ধীরে হয়ে যাবে বলেই আমার বিশ্বাসআশা করছি ছবিটি ভালভাবে শেষ করতে পারবো

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: