Monday, 28 April 2014

পুনম পান্ডে’র ‘ডু দ্য রেক্স’ ভিডিও নিয়ে তোলপাড়

বলিউড অভিনেতা রণবীর সিং সম্প্রতি কনডমের একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেনআর এ বিজ্ঞাপন দেখে প্রভাবিত হয়েছেন আলোচিত মডেল ও অভিনেত্রী পুনম পান্ডেতিনি ওই বিজ্ঞাপনের নামেই সম্প্রতি নিজের ফ্যানদের জন্য একটি উত্তেজক ভিডিও আপলোড করেছেন ইউটিউবে

ভিডিওটির নাম দিয়েছেন ডু দ্য রেক্সএটি প্রকাশের পর বলিউড ইন্ডাস্ট্রিতে আবারো নানাভাবে আলোচনায় আসছেন এই তারকা

ভিডিও আপলোড করে পুনম লিখেছেন, ‘এটা আমার দারুন একটা কাজ যা খুব মজাদারএই ভিডিও দেখুন

বলে রাখা ভালো, ক্রিকেট বিশ্বের কেন্দ্রে থাকা শচীন টেন্ডুলকারের ঐতিহাসিক বিদায়ী আয়োজনে নিজের নগ্ন হওয়ার ইচ্ছা প্রকাশ করে খবরের শিরোনাম হন পুনম এরপর একে একে বহু বিতর্কের জন্ম দেন তিনি


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: