মিঠুন চক্রবর্তীর
পর মৌসুমী এবার অভিনয় করবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা
জিতের
বিপরীতে। মৌসুমী-জিত
অভিনীত ওই ছবির নাম 'উপমা' বলে জানা
গেছে। 'ভুল' খ্যাত
পরিচালক রাজু আহমেদের পরিচালনায় নির্মিতব্য এ ছবির আরেক নায়ক ওমর সানি। মৌসুমী
অভিনয় করবেন 'উপমা'র নাম ভূমিকায়। পরিচালক রাজু আহমেদ জানান, ইতিমধ্যে
মৌসুমী ও ওমর সানিকে চুক্তিবদ্ধ করা হয়েছে। জিতের
সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে
গেছে। এক সপ্তাহের মধ্যে জিতকে আনুষ্ঠানিকভাবে
চুক্তিবদ্ধ করাবে ছবির প্রযোজনা সংস্থা
ফস্টার এন্টারটেইনমেন্ট।
পরিচালক রাজু আহমেদ জানান, আগামী জুলাই মাসে 'উপমা' ছবির শুটিং হবে দুবাই ও লন্ডনে। জিতকে চুক্তিবদ্ধ করানোর পর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হবে। প্রিয়দর্শিনী চিত্রতারকা মৌসুমী এর আগে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করেছেন আমজাদ হোসেন পরিচালিত 'গোলাপী এখন বিলাতে' ছবিতে। তার আগে সোহানুর রহমান সোহান পরিচালিত যৌথ প্রযোজনার ছবি 'স্বামী ছিনতাই'-এ কাজ করেছেন মুম্বাইয়ের শরদ কাপুরের সঙ্গে। এবার করবেন কলকাতার জিতের সঙ্গে।
পরিচালক রাজু আহমেদ জানান, আগামী জুলাই মাসে 'উপমা' ছবির শুটিং হবে দুবাই ও লন্ডনে। জিতকে চুক্তিবদ্ধ করানোর পর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হবে। প্রিয়দর্শিনী চিত্রতারকা মৌসুমী এর আগে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করেছেন আমজাদ হোসেন পরিচালিত 'গোলাপী এখন বিলাতে' ছবিতে। তার আগে সোহানুর রহমান সোহান পরিচালিত যৌথ প্রযোজনার ছবি 'স্বামী ছিনতাই'-এ কাজ করেছেন মুম্বাইয়ের শরদ কাপুরের সঙ্গে। এবার করবেন কলকাতার জিতের সঙ্গে।

0 comments: