Monday, 28 April 2014

জিতের বিপরীতে অভিনয় করবেন মৌসুমী

মিঠুন চক্রবর্তীর পর মৌসুমী এবার অভিনয় করবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা জিতের বিপরীতেমৌসুমী-জিত অভিনীত ওই ছবির নাম 'উপমা' বলে জানা গেছে'ভুল' খ্যাত পরিচালক রাজু আহমেদের পরিচালনায় নির্মিতব্য এ ছবির আরেক নায়ক ওমর সানিমৌসুমী অভিনয় করবেন 'উপমা'র নাম ভূমিকায়পরিচালক রাজু আহমেদ জানান, ইতিমধ্যে মৌসুমী ও ওমর সানিকে চুক্তিবদ্ধ করা হয়েছেজিতের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছেএক সপ্তাহের মধ্যে জিতকে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ করাবে ছবির প্রযোজনা সংস্থা ফস্টার এন্টারটেইনমেন্ট
পরিচালক রাজু আহমেদ জানান, আগামী জুলাই মাসে 'উপমা' ছবির শুটিং হবে দুবাই ও লন্ডনেজিতকে চুক্তিবদ্ধ করানোর পর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হবেপ্রিয়দর্শিনী চিত্রতারকা মৌসুমী এর আগে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করেছেন আমজাদ হোসেন পরিচালিত 'গোলাপী এখন বিলাতে' ছবিতেতার আগে সোহানুর রহমান সোহান পরিচালিত যৌথ প্রযোজনার ছবি 'স্বামী ছিনতাই'-এ কাজ করেছেন মুম্বাইয়ের শরদ কাপুরের সঙ্গেএবার করবেন কলকাতার জিতের সঙ্গে



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: