অভিনেতা করণবীর
বোহড়াকে একটি গাড়ি দিলেন শাহরুখ। তবে
ভাববেন উপহার দিয়েছে। কিং খান গাড়িটি দিয়েছেন করণবীরের আপাতত ব্যবহারের জন্য, যতক্ষণ
না করণবীরের গাড়ি গ্যারেজ থেকে বাড়িতে এসে
না পৌঁছায়। কিছুদিন আগে
শাহরুখের ভ্যানিটি ভ্যান হঠাৎই
করণবীরের গাড়িকে ধাক্কা মারে আর এর ফলেই করণবীরের গাড়ির বাঁ দিক একেবারে ঝরঝরে হয়ে যায়।
এর পরই শাহরুখের ম্যানেজার করণবীরকে পুলিশের কাছে অভিযোগ না করার অনুরোধ করেন। এখানেই শেষ নয় শাহরুখের ড্রাইভারও ভুলের ক্ষমা চেয়ে নেয়। বাদ গেলেন না করণবীরও, তাই শাহরুখের বিরুদ্ধে আর থানায় গেলেন না তিনি। দুজনের মধ্যে গোপনেই সেটেলমেন্ট হয়ে গেছে। এমনও শোনা যাচ্ছে শাহরুখ গাড়ির ক্ষতিপূরণ দিতেও চেয়েছিলেন, তবে ছোট পর্দার এই হিরো তা নিতে আপত্তি জানিয়েছেন। আর এই ব্যবহারে মজে শাহরুখ তাকে একটা গাড়ি ব্যবহারের জন্য দিয়ে দেন। যদিও করণ নিজেই জানিয়েছেন শাহরুখের গাড়ি দানের কথা।
তিনি শাহরুখ সম্পর্কে বলেন, ‘শাহরুখ খুব ভালো এবং একজন সত্যিকারের সুপারস্টার হওয়ার সঙ্গে ওনার মনটাও রাজারই মতো।’ করণবীর টাকা নিতে না চাইলেও রিপেয়ারিংয়ের জন্য যা যা খরচ হচ্ছে সবই নাকি খবর নিচ্ছেন কিং খান। কি জানি হয়তো একেবারে সুদে আসলে শোধ করবেন বলেই শাহরুখের এমন মনোভাব।
এর পরই শাহরুখের ম্যানেজার করণবীরকে পুলিশের কাছে অভিযোগ না করার অনুরোধ করেন। এখানেই শেষ নয় শাহরুখের ড্রাইভারও ভুলের ক্ষমা চেয়ে নেয়। বাদ গেলেন না করণবীরও, তাই শাহরুখের বিরুদ্ধে আর থানায় গেলেন না তিনি। দুজনের মধ্যে গোপনেই সেটেলমেন্ট হয়ে গেছে। এমনও শোনা যাচ্ছে শাহরুখ গাড়ির ক্ষতিপূরণ দিতেও চেয়েছিলেন, তবে ছোট পর্দার এই হিরো তা নিতে আপত্তি জানিয়েছেন। আর এই ব্যবহারে মজে শাহরুখ তাকে একটা গাড়ি ব্যবহারের জন্য দিয়ে দেন। যদিও করণ নিজেই জানিয়েছেন শাহরুখের গাড়ি দানের কথা।
তিনি শাহরুখ সম্পর্কে বলেন, ‘শাহরুখ খুব ভালো এবং একজন সত্যিকারের সুপারস্টার হওয়ার সঙ্গে ওনার মনটাও রাজারই মতো।’ করণবীর টাকা নিতে না চাইলেও রিপেয়ারিংয়ের জন্য যা যা খরচ হচ্ছে সবই নাকি খবর নিচ্ছেন কিং খান। কি জানি হয়তো একেবারে সুদে আসলে শোধ করবেন বলেই শাহরুখের এমন মনোভাব।

0 comments: