Thursday, 18 February 2016

আবারও টপলেস ফটোশুটে ইরিনা শায়াক

কিছুদিন আগেই বিজ্ঞাপনের জন্য নগ্ন হয়েছিলেন রাশিয়ান সুন্দরী মডেল ইরিনা শায়াক। আর এবার এক ফটোশুটের জন্য টপলেস হলেন তিনি। ফটোশুটের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ইরিনা।ছবিতে দেখা যাচ্ছে, বিচে দাঁড়িয়ে ইরিনা। তাঁর শরীরের উপরের অংশ অনাবৃত। দু হাত দিয়ে তিনি তাঁর বক্ষযুগল ঢেকে রাখার চেষ্টা করছেন।এর আগে একটি জিন্সের বিজ্ঞাপনের জন্য নগ্ন ফটোশুট করেছিলেন ইরিনা। তবে সেই ফটোশুটে শুধু ইরিনা নন, তাঁর সঙ্গে ছিলেন একজন পুরুষ মডেল। সেই বিজ্ঞাপনে দুজনকে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: