বিনোদন ডেস্ক: সম্প্রতি ফেসবুকে কিছু ছবি আপলোড দিয়ে নিজেকে দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু করে নিয়েছেন নিজেকে বাংলাদেশের সানি লিয়ন দাবি করা মডেল জ্যাকলিন মিথিলা। একের পর এক ফেসবুকে সানি লিয়নের মতো করে ছবি আপলোড দিয়ে তিনি এই আলোচনা সৃষ্টি করেন।
শুক্রবার রাতে আবারো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জ্যাকলিন মিথিলা একেবারেই খোলামেলা হলেন। যা ফেসবুক ইউজারদের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা পরিলক্ষিত হয়েছে।
তবে জ্যাকলিন বলেন, কে কি বলল বা না বলল এই নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই। নিন্দুকেরা সব সময় বাজে মন্তব্য করবে এইটাই স্বাভাবিক। তবে আমি মনে করি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদেরকেও সামনে এগিয়ে যেতে হবে। আজকে যারা আমার ছবির সমালোচনা করছে তারাই আবার ভারতীয় সানি লিয়নের সিনেমা দেখে। অথচ আমরা যখন ঐ রকম করে ফটোশুট করি তখন তারা আমাদের সমালোচনা করেন। তবে একটা ব্যাপার এখন প্রমানিত যে, আমিই বাংলাদেশের সানি লিয়ন।

0 comments: