Sunday, 31 January 2016

পরী বললেন, ‘ভাবখানা এমন যে আমার সেক্স ভিডিও পেয়ে গেছেন’


ঢালিউডের এই সময়ের আলোচিত নায়িকা পরীমনি। অল্প সময়ে বেশ আলোচনায় রয়েছেন তিনি। একসঙ্গে অনেক ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার রেকর্ডও তার কাছে। কিন্তু গুঞ্জন আর গসিপ যেন তার পিছু ছাড়ছে না। আর তারকা হলে তো গুঞ্জন থাকবেই। সম্প্রতি এক গুঞ্জনের জন্ম দিয়েছেন তিনি। আজ ৩১ জানুয়ারি সকালে অনিক আব্রাহাম নামে একটি ফেসবুক আইডি থেকে ‘পরীমনি’র কিছু ছবি শেয়ার করা হয়। অনিক দাবি করেন, পরী তার বন্ধু ইসমাইলের স্ত্রী। এই নিয়ে খবরের শিরোনামে চলে আসেন পরীমনি। বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর পরী তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি লিখেছেন, ‘ভাবখানা এমন যে আমার সেক্স ভিডিও পেয়ে গেছেন! ওরে ভাই এরকম ছবি আমার হাজার জনের সঙ্গে আছে ’ শুধু তাই নয় তিনি, ‘ন্যাংটা হয়ে দাঁড়ায় আছি আমি’ এমন কথাও বলেছেন স্ট্যাটাসে। 

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: