Thursday, 7 January 2016

ইজতেমায় যাচ্ছেন ডিপজল, মুসল্লিদের জন্য দিচ্ছেন ১৯৫ বাস

শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা’র প্রথম পর্ব। এবারের বিশ্ব ইজতেমায় অংশ নিবেন পর্দা কাঁপানো ভিলেন ডিপজল। শুধু অংশ নিয়েই ক্ষান্ন হচ্ছেন না এই অভিনেতা ইজতেমায় আগত মুসল্লিদের যাতায়াতের জন্য বিনামূল্যে উপহার দিচ্ছেন ১৯৫টি বাস। ডিপজলের নিজস্ব পরিবহণ সংস্থার এই ১৯৫টি বাস সারাদেশ থেকে মুসল্লিদের ইজতেমায় নিয়ে আসা-যাওয়ার কাজ করবে।ডিপজল জানান, ‘আমার সৌভাগ্য যে আমি আল্লাহর কাজে আমার কিছু ব্যয় করতে পারছি। এমন সৌভাগ্য কয়জনের হয়। আশা করছি সহিহ সালামতে বিশ্ব ইজতেমা সমাপ্ত হবে।আর কোনদিনই ইজতেমায় যাওয়া হয়নি। এবার ইজতেমায় দুইদিন থাকার জন্য নিয়ত করেছি।’

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: