Saturday, 30 January 2016

বিমানেই সেক্স করতে বেশি ভালো লাগে: কোহেল

কার্দাশিয়ান পরিবার মনে হয় আলোচনায় থাকতেই বেশি পছন্দ করেন। কিম কার্দাশিয়ান তো আছেনই তার সঙ্গে কোহেলও কম যান না। যার যার দিক থেকে তারা সেরা।সম্প্রতি কোহেল কার্দাশিয়ানকে প্রশ্ন করা হয়েছিল কোথায় সেক্স করতে বেশি পছন্দ করেন।এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন তার তিনটি পছন্দের জায়গা রয়েছে যেখানে তিনি সেক্স করতে বেশি পছন্দ করেন।আর সেই তিনটি জায়গা হল তার প্রাইভেট বিমান, বাথরুম এবং গাড়ি। সবার প্রথম পছন্দ তার বিমানেই সেক্স। এমন জায়গায় সেক্স করার মজাই নাকি আলাদা। থ্রিলিং ব্যাপার। এমনটাই জানিয়েছেন তিনি। তবে প্লেনে কিনি কার সঙ্গে সেক্স করেছেন, সে কথা কিছু বলেননি কোলে।তারপরেই তার পছন্দের জায়গা বাথরুম। আর তিন নম্বরে আছে চলন্ত গাড়ি। একে তিনি পাঁচে দুই দিয়েছেন। তবে সেই সঙ্গে সতর্কও করেছেন। বলেছেন, চলন্ত গাড়িতে সেক্স করার কথা যেন কেউ চিন্তাও না করে। তাহলে নির্ঘাৎ দুর্ঘটনা ঘটবে। রাস্তা থেকে চোখ সরলে যা হয় আর কী।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: