Tuesday, 26 January 2016

আমি খুবই লাজুক: সানি


সাবেক পর্ন তারকা সানি লিওন বলিউডের জায়গায় এখন বেশ পাকাপোক্ত করেছেন নিজেকে। আর সানি লিওন যে পর্দায় বেশ সাহসী তা নিশ্চয় কারো অজানা নয়। তবে এই সাহসী সানি নাকি বাস্তবে খুবই লাজুক। কথাটা শুনে অবাক হবার কিছু নেই। কারণ এই কথা খোদ সানি লিওন জানিয়েছেন।
সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন, ‘কোনও ইভেন্ট বা অনুষ্ঠান বা অ্যাওয়ার্ড শো-তে গেলে আমার লজ্জা লাগে। বাস্তব জীবনে আমি খুবই লাজুক। এটা শুনে অনেকেই হয়ত বিশ্বাস করতে পারবেন না। যেমনটা লোকে টেলিভিশনে দেখেন, সানি কিন্তু বাস্তব জীবনে তেমন নয়, অন্তর্মুখী’।
সানি আরও বলেছেন, ‘কোনও অনুষ্ঠানে হাই, হ্যালো করি, কিন্তু খুব লজ্জাও লাগে।অনেকেই মনে করেন যে, আমি খুব দাম্ভিক, অহঙ্কারি। কিন্তু এটা ঠিক নয়। আমি লাজুক। আমি সবসময়ই এমনটাই। খুব একটা পার্টি লাইক করি না’।
তবে সানি লিওন এখন যে আর আগের মতো নেই তা বুঝার সহজ উপায় হচ্ছে সানির টুইটারে এখন প্রথমসারির তারকা তার ম্যাসেজের উত্তর দেন। তার যে বলিউডে গ্রহণযোগ্যতা বাড়ছে তার নমুনা এটি।


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: