Tuesday, 22 December 2015

ছেলের জন্মদিন উপলক্ষ্যে এক মাসের ছুটিতে মিলন


২২ ডিসেম্বর অভিনেতা আনিসুর রহমান মিলনের পুত্র মিহিরাব রহমান-এর ৪র্থতম জন্মদিন। আর এজন্য তিনি অভিনয়সহ অন্যান্য ব্যস্ততাকে দূরে রেখে গত ১৭ ডিসেম্বর পাড়ি জমিয়েছেন সুদূর যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেস-এ। সেখানে তাঁর স্ত্রী ও সন্তান বসবাস করেন। তিনি সেখানে প্রায় একমাস অবস্থান শেষে দেশে ফিরবেন।
এ বিষয়ে আনিসুর রহমান মিলন লসঅ্যাঞ্জেলেসে যাওয়ার আগে প্রিয়.কমের সঙ্গে আলাপকালে জানিয়েছেলেন, আমার ছেলের জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার জন্যে যাচ্ছি। বাংলাদেশ থেকে ওর পছন্দের দুটি কোম্পানির চিপস রয়েছে, যেটি ও বাংলাদেশে আসলে খেতো। বিশেষ উপহার হিসেবে সেটি নিয়ে যাচ্ছি। কারণ সেখানে এ চিপসগুলো পাওয়া যায় না।এ চিপসগুলো আমার বাসার সামনে একটি টং দোকান রয়েছে সেখানে বিক্রি করা হয়। তাঁকে যখন কোলে করে নিয়ে দোকানে নিয়ে যেতাম সে তখন হাত দিয়ে ওই চিপসগুলো দেখিয়ে দিতো।’

তিনি আরও জানান, ওর জন্য দাদী চাচা, চাচী বিভিন্ন গিফট কিনে রেখেছে। সেগুলোও নিয়ে যাবো। এদিকে মিলন লসঅ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর সময়টা যে দারুণ কাটছে সেটা তাঁর ফেসবুক ওয়ালটা একটু ঘোরাঘুরি করলেই টের পাওয়া যায়। সেখানে পুত্র ও সহধর্মীনীকে নিয়ে বেশ আনন্দের সাথেই সময় পার করছেন। গতকাল তাঁর বাড়ির একটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, মাই সুইট হোম।  
মিলন ছিলেন মঞ্চ অভিনেতা। সেই মঞ্চের আলো আধারীর সময়টা পার হয়ে হুট করেই সালাউদ্দিন লাভলুর ‘রঙের মানুষ’ ধারাবাহিকটিতে অভিনয় করে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। এরপর ছোট পর্দার গণ্ডি পার হয়ে তিনি এখন বড় পর্দায় নিজের অবস্থানটা আরো বড় করার প্রতিযোগিতায় দৌঁড়াচ্ছেন। তিনি বর্তমানে ‘ওয়ান ওয়ে’, ‘লালচর’, ‘ক্রাইম রোড’, ‘রাত্রীর যাত্রী’ও ‘নাইওর’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। গত ১১ আগস্ট তিনি আমেরিকার গিয়েছিলেন। এরপর গত ১৩ অক্টোবর দেশে ফিরেছিলেন।


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: