Tuesday, 24 November 2015

লুকিয়ে বলিউড অভিনেত্রীকে বিয়ে করেছেন দাউদ ইব্রাহিম!


ভারতের দিল্লির প্রাক্তন পুলিশ কমিশনার ও সিবিআইয়ের ডেপুটি ডিরেক্টর নীরজ কুমার একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে ভারতজুড়ে হইচই ফেলে দিয়েছেন। তার সাম্প্রতিকতম সংযোজন, দাউদ ইব্রাহিম এক বলিউড অভিনেত্রীকে বিয়ে করেছেন। তাদের এক পুত্রসন্তানও রয়েছে। নীরজ কুমারের লেখা বহু প্রতীক্ষিত বই ‘ডায়াল ডি ফর ডন’ আর কয়েক দিনের মধ্যেই বাজারে চলে আসবে। সেই বইয়েই এ রকম বিস্ফোরক তথ্য রয়েছে।  নীরজ কুমার জানিয়েছেন, বেঙ্গালুরুতে ওই অভিনেত্রীর বোন দাউদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। তার মাধ্যমেই দাউদের সঙ্গে ওই অভিনেত্রীর আলাপ ও ঘনিষ্ঠতা। পরে লুকিয়ে বিয়ে। দাউদ ও ওই অভিনেত্রীর এক পুত্রসন্তান রয়েছে যে বিদেশে পড়াশোনা করছে। ১৯৯৩ সালে মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণের তদন্তের দায়িত্বে ছিলেন নীরজ কুমার। প্রাক্তন এই পুলিশ কর্মকর্তা আন্ডারওয়ার্ল্ড ডনের সঙ্গে তাঁর কথাবার্তাও নতুন বইতে ফাঁস করেছেন। নীরজ কুমারের দাবি, ডন ফোন করে নিজের মুখে বলেছেন, মুম্বাই বিস্ফোরণের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। 

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: