Saturday, 7 November 2015

'মাস্তিজাদে' ছবিতে দেখা যাবে সানি লিওনের 'স্ট্রিপটিজ'


বলিউডে সময়ের আলোচিত নাম সানি লিওন। পর্ন তারকা ছেড়ে এখন নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসাবে দেখতে চান তিনি। তাই নিজেকে প্রতিনিয়ত প্রস্তুত করে যাচ্ছেন। অভিনয়তো আয়ত্ত করার জন্য সব চেষ্টাই করছেন সঙ্গে এবার বলিউডে তাকে স্ট্রিপ করতে দেখা যাবে। তা হবে ‘মাস্তিজাদে’ ছবির আইটেম গানে। বলিউডের পর্দায় আইটেম গানে এই প্রথম। আর, সেই স্ট্রিপটিজও কোরিওগ্রাফ করলেন সানি নিজেই। এর আগে যে তিনি স্ট্রিপটিজ করেননি, এমনটা নয়। প্রাপ্তবয়স্কদের জন্য যে সব ছবি করেছেন সানি লিওন, তাতে হোটেলের ঘরে, পেন্টহাউজে, পার্টির পরে নানা বিভঙ্গে স্ট্রিপটিজ করতে দেখা গিয়েছে সানি লিওনকে। সানির এই আইটেমে তাকে স্ট্রিপটিজ করতে দেখা যাবে জেনিফার অ্যানিস্টন আর ডেমি মুরের স্টাইলে। ঠিক যেমন ‘উই আর দ্য মিলার্স’ ছবিতে জেনিফার আর ‘স্ট্রিপটিজ’ ছবিতে ডেমি মুর ভক্তদের মাতিয়েছিলেন, তারই ককটেলে এ বার পোশাক খুলছেন সানি। 

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: