Thursday, 12 November 2015

ভাগ্য খুলেছে সানির


নওয়াজউদ্দিন সিদ্দিকি আর সানি লিওন- একজন কাঠখোট্টা সুপার সিরিয়াস অভিনেতা, অন্যজন লাস্যে ভরপুর। এদের দু’জনকে এক ছবিতে ভাবা যায়? তাও আবার একে অপরের বিপরীতে? কিন্তু কথায় তো আছে অপজিট অ্যাট্রাক্টস। তাই এই দু’জনকে এবার পর্দায় এক সঙ্গে আনছেন সোহেল খান।
শোনা যাচ্ছে সোহেলের পরবর্তী ছবিতে নওয়াজের নায়িকা হবেন সানি। আগে এই চরিত্রের জন্য অ্যামি জ্যাকসনকে ভাবা হলেও সম্ভাবনায় এগিয়ে আছেন সানি। আলাদা দর্শক তো রয়েছেই।  
কিছু দিন আগেই সানি বলেছিলেন এ বার তিনি বলিউডের মেন স্ট্রিম ছবিতে অভিনয় করতে চান। এ দিকে ছবিতে নওয়াজ মানেই ছবির বিষয়বস্তু কিছুটা তো ভারি হবেই। সানির ভাগ্যটা যে হঠাৎ করেই খুলে যাবে, তা তিনি ভেবেছিলেন কি?


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: