Monday, 16 November 2015

গ্রেপ্তার হতে পারেন শাহরুখ খান


বলিউডের কিং খান শাহরুখের সময়টা মনে হয় খুব একটা ভালো যাচ্ছে না। অসহিষ্ণুতার ইস্যু থেকে শুরু করে ইডির জেরার মুখে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। সব কিছু মিলিয়ে বেশি ভালো নেই বলিউড বাদশাহ।  
শুধু কি তাই সম্প্রতি আইপিএল দলের শেয়ার বিক্রির অনিয়মের অভিযোগে টানা চার ঘণ্টা ধরে বাদশাকে জিজ্ঞাসাবাদ করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টর।ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের লঙ্ঘন ঘটায় গত মঙ্গলবার শাহরুখের বিবৃতি রেকর্ড করা হয়েছে। সমন জারি করা হয়েছে জুহি ও জয়ের উপরেও।
ইডির তরফ থেকে জানানো হয়েছে, ‘জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেছেন কিং খান। সঙ্গে নিয়ে এসেছিলেন শেয়ারের বিক্রি সংক্রান্ত বেশ কিছু নথিও’। তবে অভিযোগ যদি প্রমাণিত হয় গ্রেপ্তার হতে পারেন শাহরুখ।
এর আগে দু’বার ইডির তরফ থেকে শাহরুখকে নোটিশ পাঠানো হলে, ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় হাজিরা দিতে পারেননি বাদশা। তবে এবার দিওয়ালির আগে ইডির মুখোমুখি হলেন তিনি।


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: