Tuesday, 17 November 2015

নগ্ন হতে ভয় লেগেছিল জোলির


২০১৪ সালে বিয়ের বাঁধনে আবদ্ধ হন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। নিজেদের হানিমুনের সময়ই ‘বাই দ্যা সি’ ছবিটি করেন ব্র্যাড ও অ্যাঞ্জেলিনা। কিন্তু সময়টা একেবারেই ভাল যায়নি তাদের পরিবারের জন্য। স্তন ক্যান্সার ধরা পরে অ্যাঞ্জেলিনার। এরপর অপারেশন করে অ্যাঞ্জেলিনার স্তন বাদ দিয়ে দেওয়া হয়। এমন একটা সময় নিজেকে নগ্ন করতে কুন্ঠাবোধ হয়েছিল অস্কার জয়ী অভিনেত্রীর।
‘এমন অনেক দৃশ্য রয়েছে যা আমি পরিবর্তন করতে চাই বা রাখতেই চাই না। আমি অনুভব করেছিলাম, বাথটবের একটা দৃশ্যে আমাকে নগ্ন হতে হবে। আমি নিজেকে বললাম, 'মাথা থেকে সব কিছু বের করে দাও। তুমি কোনও দৃশ্য পরিবর্তন করতে পারো না কেবল মাত্র তুমি বিবাহিত বলে বা লোকে কটু কথা বলবে বলে'। এতে দর্শকদের ঠকানো হবে’, বাই দ্য সি ছবির বাথটব দৃশ্য নিয়ে এমন মন্তব্যই শোনা গিয়েছে অস্কার জয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির মুখে।
অ্যাঞ্জেলিনার স্বাস্থ্য এবং মনোবল দুই নিয়েই চিন্তিত ছিলেন হলিউডের হার্ট থ্রব ব্র্যাড। সেই সময় অ্যাঞ্জেলিনার পাশে দাঁড়ান ব্র্যাড পিট।


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: