Saturday, 14 November 2015

২৪ ঘন্টায় ৪০ কোটি রূপি আয়


সালমান খান মানেই যেন রেকর্ড। এই তো কিছুদিন আগেই বাজরাঙ্গী ভাইজান দিয়ে কাঁপিয়ে দিলেন পুরো দুনিয়া।এবার এসেছেন ‘প্রেম রতন ধন পায়ো’ নিয়ে। ১২ই নভেম্বর মুক্তি পাওয়া ‘প্রেম রতন ধন পায়ো’  প্রথম দিনেই গড়লো রেকর্ড। মাত্র ২৪ ঘন্টায় ছবিটি আয় করে নিয়েছে ৪০ কোটি রুপি। বলিউডের ইতিহাসে মুক্তির প্রথম দিনেই এত টাকা আয় কোনো ছবিই করেনি।ফলে প্রথম দিনেই ইতিহাস গড়লো সালমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’।
ভারত ও অন্যান্য দেশ মিলিয়ে ৫ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সুরজ বরজাতিয়ার এই ছবিটি। সালমান খানের বিপরীতে ছবিতে অভিনয় করেছেন সোনম কাপুর। এতে আরও অভিনয় করেছেন নীল নিতিন মুকেশ, সারা ভাস্কর, অনুপম খের, আরমান কোহলি প্রমুখ। ছবিটির সংগীত পরিচালনা করেছেন হিমেশ রেশামিয়া।


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: