হলিউডের সুন্দরী অভিনেত্রি সালমা হায়েক সম্প্রতি আবারো হলিউডে পুরুষের প্রাধান্যতা বন্ধ করার আহবান জানান। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে 'নারীর বিভিন্ন ক্ষমতায়ন' শীর্ষক এক অনুষ্ঠানে ৪৯ বছর বয়সি এই অভিনেত্রী জানান, তার সময়ের অভিনেত্রিরা বয়স ৩০ পার হবার পরই অস্পষ্টতার মাঝে হারিয়ে যায়। তিনি সারা বিশ্বে নারীদের সংগ্রামের কথাও তুলে ধরেন।
তার বক্তব্যে তিনি ব্যাখ্যা করেন, কিভাবে নারীরা কর্মদক্ষতার ৬৬ শতাংশ ব্যয় করেও মাত্র ১০ শতাংশ আয় করে। তিনি বলেন, ‘আমি গত ২০ বছর ধরে একজন নারী অধিকার আন্দোলনের কর্মী হিসেবে কাজ করছি। আমি জানি আগের অবস্থা কিছুটা বদলাচ্ছে। আমরা আর ৩০ এর পর হারিয়ে যাব না’।

0 comments: