Wednesday, 14 October 2015

জ্যাকলিন মিথিলার প্রথম মিউজিক ভিডিও


জ্যাকলিন মিথিলাকে নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। অনলাইন জগতে তিনি খোলামেলা মডেল হিসেবেই পরিচিত। ২৪ সেপ্টেম্বর তার প্রথম মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়। গানটির নাম ‘আজ যদি হয় ভালবাসা’। গেয়েছেন মশিউর বাপ্পী। গানটির কথা লিখেছেন ফাজবির তাজ তন্ময়।
গায়কের সুর ও মিউজিকে গানটিতে জ্যাকুুলিন মিথিলার সঙ্গে মডেল হয়েছেন মামুন। গানটি তে জ্যাকলিন মিথিলাকে একজন বার কন্যা হিসেবে দেখা যাবে। এমনকি ভিডিওটির একটি দৃশ্যে তাকে নাচতেও দেখা যায় বারে। প্রিয়.কমের পাঠক দেখে নিতে পারেন এই হট বালিকার নতুন হট মিউজিক ভিডিও।


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: