Sunday, 18 October 2015

বিকিনিতে লাস্যময়ী হলিউড তারকা মায়েরা


কুড়িতেই বুড়ি- এই প্রবাদের সত্যতার প্রভাব কিছুটা কমলেও আজও বিয়ে ও সন্তান ধারণের পর নিজেকে প্রৌঢ়া ভাবতে শুরু করেন আমাদের উপমহাদেশের নারীরা। ব্যতিক্রম যে নেই, তা নয়। তবে তথাকথিত ধারণার সাধারণ মায়েদের দলে রয়েছেন তারকারাও। কিন্তু উল্টোচিত্র হলিউডে। এক বা একাধিক সন্তানের মা হয়েও ধরে রেখেছেন বিকিনি ফিগার। লাস্যময়ী এমন ক'জন হলিউডি তারকা মা- মেগন ফক্সের বয়স ২৯। ২ ও ১ বছরের দুই সন্তানের জননী তিনি।  জেনিফার লোপেজের বয়স ৪৬, যমজ সন্তানের মা। সন্তানদের বয়স ৭। সোফিয়া ভারগারা, বয়স ৪৩। তার সন্তানের বয়স ২২। জেসিকা আলবার বয়স ৩৪। ৪ ও ৭ বছরের দুই সন্তানের মা এই নায়িকা।  ফার্গি, বয়স ৪০। ২ বছরের একটি সন্তান রয়েছে তার।  জেনি ম্যাকার্থির বয়স ৪২। ১৩ বছরের এক সন্তানের মা তিনি।  বন্ডগার্ল হ্যাল বেরির বয়স ৪৯। ৭ ও ১ বছরের দুটি সন্তানের মা তিনি।  পপ সেনসেশন ব্রিটনি স্পিয়ার্সের ৩৩ বছর বয়স। ১০ ও ৯ বছরের দুই সন্তান রয়েছে তার। আলেকসান্দ্রা অ্যাম্ব্রোসিয়ার বয়স ৩৪। ৭ ও ৩ বছরের দুই সন্তানের মা তিনি।  ক্রিস্টিয়ামা মিলিয়ন পার করেছেন ৩৩। ৫ বছরের এক সন্তানের জননী তিনি। গোয়েন স্টেফানির বয়সটা পার করেছে অর্ধশত বছর। ৯, ৭ ও ১ বছরের তিন সন্তান রয়েছে তার। আলি লেন্ড্রির বয়স ৪২। ৮, ৩ ও ২ বছর বয়সি তিন সন্তানের মা তিনি। 

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: