Monday, 19 October 2015

গোপনে সালমান খানের বাগদান


বলিউডের সালমান খান কবে বিয়ে করবেন সেই প্রশ্ন তার ভক্তদের মনে রয়েছে সবসময়। শুধু ভক্তই নয় জানতে চায় সবাই। তাহলে কি সবার কথা মাথায় রেখে এবার নিজেকে আর ‘সিঙ্গেল’ রাখলেন না। কিন্তু চুপিসারে কেন এমনটা করবেন। বলিউডের রাজার তো রাজকীয় ভাবেই বিয়ে হবে এটাই স্বাভাবিক। কিন্তু বলিউডে গুঞ্জন উঠেছে গোপনেই বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেতা। পাত্রী আর কেউ নন রোমানিয়ার টিভি তারকা লুলিয়া ভানটুর। লুলিয়ার মুখপাত্র জানিয়েছেন, কাজের খাতিরেই রোমানিয়ায় থাকছেন লুলিয়া। সালমানের সঙ্গে এনগেজমেন্ট হয়ে গিয়েছে তার। আগামী বছরই নাকি গাঁটছড়া বাঁধবেন এই দুই তারকা। অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল যে এই টিভি তারকার সঙ্গে মন দেয়া নেয়া চলছে সালমান খানের। কিন্তু বাগদানের বিষয়ে সালমান খান এখনও কিছু জানান নি। 

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: