Monday, 18 May 2015

সানি লিওনকে ভারত ছাড়া করার আহ্বান!


অতীতে পর্নস্টার ছিলেন ইন্দো-কানাডিয়ান বংশদ্ভুত সানি লিওন। কিন্তু কানাডায় বাস করা এই পর্ন তারকা ভারতীয় একটি রিয়েলিটি টিভি শো-তে অংশ নিয়ে বলিউডে অভিনয়ের আগ্রহ দেখিয়েছিলেন। শুধু তাই না, পর্ন ব্যবসা ছেড়ে সেই মতো কাজও করে যাচ্ছিলেন। একের পর এক ছবিতে তিনি অভিনয় করতে চলেছেন বলি-পাড়ার সিনেমায়। ইতিমধ্যে বলিউডে নিজের সাফল্যও দেখেছেন সানি। ফলে পর্ন ব্যবসাটাকে ভুলে আশ্রয় নিতে যাচ্ছিলেন ভারতেই। কিন্তু সানি চাইলেই কি আর সব তার মতো হবে।
নীল তারকার তকমা ঝেড়ে ফেলে বলিউডে পা রাখা ইন্দো-কানাডিয়ান স্টার সানি লিওনিকে ভারত থেকে তাড়াতে তাই থানায় থানায় চলছি তার নামে অশ্লীলতার অভিযোগ। সম্প্রতি মুম্বাইয়ের একজন গৃহবধূর পর এবার সানির বিরুদ্ধে এফআইআর করল হিন্দু জনজাগ্রুতি সমিতি। তাদের মতে সানি ভারতজুড়ে অশ্লীলতা ছড়াচ্ছেন। তার নামে চলা ওয়েবসাইটে নানা যৌন উত্তেজক ছবি ও ভিডিও রয়েছে যা ভারতীয় সংস্কৃতির পরিপন্থী এবং সর্বোপরি মহিলাদের জন্য অসম্মানকর।
এজন্য সমিতির তরফে ইতিমধ্যেই রামনগর পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে। এছাড়াও মহারাষ্ট্রের নানা থানায় একাধিক অভিযোগ জমা পড়েছে। তবে পুলিশ এই এফআইআরের ভিত্তিতে কিছু করছে না বলেই অভিযোগ সমিতির সদস্যদের।
উল্লেখ্য, পর্ন ব্যবসা ছাড়ার পর ভারতে অভিনয় দিয়ে ভালো অবস্থানে ছিলেন সানি। ভারতবাসীর কাছে তিনি হয়ে গেছেন জনপ্রিয়দের একজন। এমনকি গুগল সার্চে প্রধানমন্ত্রী মোদীকেও টপকে গিয়েছেন সানি। সমিতির সদস্যদের মতে এই ট্রেন্ড মারাত্মক। তাই তারা চান অবিলম্বে সানি লিওনিকে ভারত থেকে তাড়ানো হোক এবং তার ওয়েবসাইট বন্ধ হোক।


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: