Tuesday, 19 May 2015

মৌমিতার ‘বেপরোয়া প্রেমিক’


সম্প্রতি নতুন আরেকটি ছবিতে কাজ করতে যাচ্ছেন মৌমিতা মৌ। ৫ জুন থেকে শুরু হবে এ ছবির কাজ। ইমদাদুল হক মিজান পরিচালিত এই ছবিতে মৌমিতার বিপরীতে অভিনয় করবেন কাজী মারুফ। এ ছাড়া ছবিতে আরও অভিনয় করবেন রিনা খান, মিজু আহমেদসহ অনেকে।
মৌমিতা বলেন, ‘ছবিতে আমাকে গ্রামের একটি মেয়ের চরিত্রে দেখা যাবে। যে শহর থেকে গ্রামে বেড়াতে যাওয়া মারুফের প্রেমে পড়ে। নায়কের হাত ধরে শহরে এসে হারিয়ে গেলে দেখা হয় আরেক নায়কের সঙ্গে। এমনই গল্পে অভিনয় করতে যাচ্ছি।’


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: