প্রথমে অভিনেত্রী, এরপর পরিচালক। সম্প্রতি প্রযোজক হিসেবেও জোরেশোরে মাঠে নেমেছেন মৌসুমী। তিনি এবার আরেক প্রযোজক সুদীপ দে’র সঙ্গে মিলে শুরু করতে যাচ্ছেন যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ।
জানা যায়, সুদীপ দে’র সঙ্গে মিলে একসঙ্গে তিনটি ছবি নির্মাণ করবেন তিনি। এগুলোতে অভিনয়ও করবেন মৌসুমী-সানি জুটি। ছবিগুলো এ বছরের শেষের দিকে নির্মিত হবে বলে জানিয়েছেন সুদীপ দে।
জানা যায়, সুদীপ দে’র সঙ্গে মিলে একসঙ্গে তিনটি ছবি নির্মাণ করবেন তিনি। এগুলোতে অভিনয়ও করবেন মৌসুমী-সানি জুটি। ছবিগুলো এ বছরের শেষের দিকে নির্মিত হবে বলে জানিয়েছেন সুদীপ দে।
শুধু তাই নয়, মৌসুমী ও ওমর সানির প্রযোজনা সংস্থা স্বাধীন প্রযোজনা ও সুদিপ দে’র হূদি টকিজ-এর উদ্যোগে বেশকিছু ছবির পরিবেশনাতেও কাজ করবে। ইতিমধ্যেই ইম্প্রেস টেলিফিল্মের ‘বাপজানের বায়োস্কপ’ছবির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব পেয়েছে তারা।
এ দিকে যৌথ প্রযোজনার ছবিগুলোর প্রি-প্রোডাকশনের কাজ চলছে।

0 comments: