শুক্রবার যাত্রাবাড়ির শনির আখড়া এলাকায় পুনম সিনেমা হলে গিয়েছিলেন ববি। ঐ দিন মুক্তি পাওয়া ‘অ্যাকশন জেসমিন’ ছবিটি দর্শকদের সঙ্গে উপভোগ করতেই হলে যাওয়া তার। কিন্তু ছবি তো দেখা দূরে থাক ভক্তদের কারণে এক ঘন্টা আটকে থাকতে হলো ববিকে।
রাত সাড়ে আটটায় পুনম সিনেমা হলে পৌছান ববি। দর্শকদের সঙ্গে ছবি দেখার জন্য হলের ডিসিতে গিয়ে বসতেই দর্শকরা টের পেয়ে ছবি না দেখে ববিকে দেখতে ছুটে আসে। নিরুপায় ববি গিয়ে আশ্রয় নেন অফিস রুমে। কিন্তু সেখানেও হানা দেয় উগ্র ভক্তরা। তাদের কথা সিনেমা তো আবারও দেখতে পারবো কিন্তু ববিকে তো আর দেখা যাবে না, তাই ববিকে দেখতে চান তারা। অফিস রুমের সামনের গেট আটকে দিয়েও পার পাচ্ছিলনা কর্তৃপক্ষ। শেষে প্রজেকশন রুমে গিয়ে ছবি দেখার চেষ্টা করেন ববি। কিছুক্ষণ পর আবারো বের হয়ে আসার চেষ্টা করলে একই ঘটনা ঘটে। পরে গাড়ির ড্রাইভারকে কৌশলে এলাকা থেকে পাঠিয়ে দিয়ে বলা হয় ববি চলে গেছে। তখন দর্শকরা ছবি দেখতে প্রবেশ করে। এই সুযোগে প্রায় এক ঘন্টা পরে ববি বেরিয়ে গাড়ির কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আবারো ববিকে দেখতে ভিড় জমায় দর্শকরা। এবার প্রায় গাড়ি ভেঙে ফেলার মতো অবস্থা করে তারা। শেষে সিকিউরিটি গার্ডদের পাহারায় হল এলাকা ছাড়তে সক্ষম হন।
এ প্রসঙ্গে ববি বলেন, ‘এটা একই সঙ্গে আমার জন্য আনন্দের ও বিব্রতকর অভিজ্ঞতাও। দর্শক আমাকে এতটা পছন্দ করে তা জানতাম না। আর এত মানুষের ভিড়ে আমি ভয়ই পেয়ে গিয়েছিলাম।’
এ প্রসঙ্গে ববি বলেন, ‘এটা একই সঙ্গে আমার জন্য আনন্দের ও বিব্রতকর অভিজ্ঞতাও। দর্শক আমাকে এতটা পছন্দ করে তা জানতাম না। আর এত মানুষের ভিড়ে আমি ভয়ই পেয়ে গিয়েছিলাম।’
উল্লেখ্য ববি বিকেলে বের হন ছবি দেখার জন্য। প্রথমে যান রাজধানীর বলাকা সিনেমা হলে এরপর যান মধুমিতায়।
অ্যাকশন জেসমিন ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। এতে ববির বিপরীতে অভিনয় করেন সাইমন সাদিক। এ ছাড়া প্রবীর মিত্র, মিশা সওদাগরসহ আরও অনেকে অভিনয় করেন।

0 comments: