Sunday, 24 May 2015

তামিল ছবিতে এশার খোলামেলা অভিষেক!


বলিউডে পথচলা শুরুর পর থেকে নিজের সৌন্দর্য্য আর আবেদনময়ী লুকের কারণে বেশ আলোচনায় এসেছেন এশা গুপ্তা। ২০১২ সালে বলিউড ছবিতে নাম লেখান এ অভিনেত্রী। প্রথম ছবি ‘জান্নাত টু’তে সিরিয়াল কিসার খ্যাত অভিনেতা ইমরান হাশমীর সঙ্গে তার রসায়ন দেখেই মুগ্ধ দর্শক। আর এবার তামিল ছবিতে পরিপূর্ণ যৌন আবেদন নিয়ে পর্দায় আসছেন এশা।
অভিষেক ছবিতে এশার দারুণ নৈপূণ্য সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলো। এরপর আর থেমে থাকতে হয়নি তাকে। ‘রাজ থ্রিডি’,‘গোরি তেরি পেয়ার ম্যায়’, ‘হামসকলস’ ছবিগুলোতে দর্শক মাতিয়েছেন এশা। তবে এবার আর বলিউড নয়। তামিল ছবিতে নাম লেখাতে যাচ্ছেন এ অভিনেত্রী। শুধু তাই নয়, সে ছবিতে পরিপূর্ণ যৌন আবেদন নিয়ে পর্দায় আসছেন এশা। নাম ঠিক না হওয়া ছবিটির জন্য এরই মধ্যে এশার চুক্তিবদ্ধ হওয়ার কথা শোনা গেছে।
পাশাপাশি এ ছবিতে অভিনয়ের জন্য নিজেকে তৈরিও করে ফেলেছেন ২০০৭ সালের ফেমিনা মিস ইন্ডিয়া এশা গুপ্তা। নিয়মিত চর্চার পাশাপাশি মহড়ায় অংশ নিচ্ছেন তিনি। তামিল এ ছবিতে থাকছে এশার রগরগে উপস্থিতি। পাশাপাশি ছবিতে তাকে নায়কের সঙ্গে একাধিকবার অন্তরঙ্গ দৃশ্যে দেখা যাবে বলেও জানা গেছে।
সূত্র: মিড ডে


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: