Sunday, 24 May 2015

পরী মনিকে দেখতে চান?


চিত্রনায়িকা পরীমনির সঙ্গে দেখা করতে চান? পাশে বসে পরীর রূপ দর্শনে যদি আপনার ইচ্ছা থাকে তাহলে সে ইচ্ছা বাস্তবায়নের সুযোগও নিশ্চয়ই আছে।
সম্প্রতি চলচ্চিত্র জগতের সকল তথ্যগুলো নিয়ে শুরু হলো এসএমএস কুইজ কনটেষ্ট। কুইজ কনটেষ্টটিতে বিজয়ী হয়ে দেখা করতে পারবেন আপনার পছন্দের তারকা পরীমনির সাথে। ‘দরদিয়া’ ছবির প্রচারণার অংশ হিসেবে পরীমনি এই আয়োজনে অংশ নেবেন। বাংলালিংক গ্রাহকরা এ কুইজে অংশ নিতে পারবেন। কুইজে অংশ নিতে মোবাইল থেকে ডায়াল করুন *৭০৫৬*১#।
প্রথম তিনজন ১২০০০ স্কোর সংগ্রহকারী পাচ্ছেন অভিনেত্রী পরীমনির সাথে দেখা করার সুযোগ। এছাড়াও থাকছে আকর্ষণীয় সিম্ফনি হ্যান্ড সেট।
কুইজটি চলবে ২১ মে থেকে ৫ জুন পর্যন্ত। কুইজটির ভেন্ডর টাইগার মিডিয়া। মিডিয়া পার্টনার ঢালিউড২৪.কম ও সাপ্তাহিক ঢালিউড।


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: