Saturday, 21 February 2015

এবার হানসিকার নগ্ন স্নানের ভিডিও ইন্টারনেটে! (ভিডিও)


দিনে দিনে সেলিব্রেটিরা বিভিন্ন দুষ্টচক্রের শিকার হচ্ছেন। এবার এ চক্রের শিকার হলেন, ‘আপ কা সুরোর’ খ্যাত অভিনেত্রী হানসিকা মোতওয়ানি। প্রিতি জিনতা ও রাধিকা আপ্তের নকল নগ্ন ছবি ফাঁসের পর একই ধরনের ঘটনার শিকার হলেন হানসিকা।
ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে হানসিকার মতোই দেখতে এক তরুণীর নগ্ন-স্নানের ভিডিও। ফেসবুক, হোয়াটস্যাপের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে আগুনের মতো ছড়িয়ে পড়েছে ওই ভিডিও।
বিষয়টির অবিলম্বে তদন্ত শুরু করার জন্য সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের কাছে আর্জি জানানো হয়েছে।
কয়েক সপ্তাহ আগেই রাধিকা আপ্তের মতোই দেখতে একজনের নগ্ন স্নানের সেলফি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছিল।
তথ্যসূত্র: এপি টুডে



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: