Saturday, 21 February 2015

ক্রিকেট শিখতে গিয়ে আহত ইমরান হাশমি!


সুদূর অস্ট্রেলিয়া-নিউজল্যান্ডে বসেছে বিশ্বকাপ ক্রিকেটের আসর, পুরো সামর্থ দিয়ে নিজেদের শ্রেষ্টত্ব প্রমানে লড়ছেন ক্রিকেটাররা। অথচ ক্রিকেট ইনজুরিতে পড়লেন বলিউডের কিস বয় খ্যাত নায়ক ইমরান হাশমি!
শুনে হয়তো অনেকের বিভ্রম হচ্ছে; কেউ বা ঘুলিয়েও ফেলেছেন! না পাঠক, বিভ্রম মনে করবেন না! সত্যি সত্যিই ক্রিকেট শিখতে গিয়েই আহত হলেন ইমরান হাশমি।
ভারতীয় সাবেক ক্রিকেটার আজহার উদ্দিনের বৈচিত্রময় জীবন নিয়ে এন্টনি ডি সুজা নির্মান করছেন একটি আত্মজৈবনিক সিনেমা। আর এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করছেন ইমরান হাশমি; গল্পের প্রয়োজনে তাকে শিখতে হচ্ছে ক্রিকেটের আদ্যোপান্ত। কব্জি মুচড়িয়ে শট দেয়ার জন্য আজহার উদ্দিন ছিলেন পারদর্শী; ইমরান হাশমি সেই শটগুলোকে নিখুঁতভাবে রপ্ত করতে গিয়েই পড়েছেন বেকায়দায়!
পরিচালক ডি সুজা বলেন, আজহার ভাই কব্জি মুচড়িয়ে খুব তুখোরভাবে খেলতেন নান্দনিক শটগুলো, ইমরান তা ফলো করতে গিয়েই কব্জির সমস্যায় পড়েছেন। তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই; খুব শীঘ্রই সিলভার স্ক্রিনে ক্রিকেটার হিসেবে ফিরবেন ইমরান হাশমি!



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: