যশ চোপড়ার ‘যাব তাক হ্যায় জান’ সিনেমার ব্যপক
সফলতার পর আবারও জুটি বাঁধতে চলেছেন বলিউড কিং শাহরুখ খান আর বলিউড বার্বিডল খ্যাত
ক্যাটরিনা কাইফ। এবার পরিচালক রোহিত শেঠির ‘দিলওয়ালে’ সিনেমায় একসাথে দেখা যাবে
ক্যাট-শাহরুখকে।
‘দিলওয়ালে’ সিনেমার প্রথমদিকে ‘দিলওয়ালে
দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার জুটি শাহরুখ-কাজলের অভিনয় করার কথা ছিল। কিন্তু
শেষ মুহূর্তে শাহরুখের বিপরীতে ক্যাটকেই বেছে নেয় পরিচালক রোহিত শেঠি।
জানা যায়, ‘দিলওয়ালে’ সিনেমাটি হওয়ার কথা ছিল
‘হাম’, ‘চলতি কা নাম গাডি’ অথবা ‘অ্যাঙ্গর’ সিনেমার রিমেক অনুসারে। কিন্তু এই
খবরকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন পরিচালক রোহিত। এ প্রসঙ্গে রোহিত বলেন, এটা
নিশ্চিত যে সিনেমাটি কোনো রিমেক নয়। সিনেমাটির মূল স্ক্রিপ্টটা লিখবে ভারতীয়
চলচ্চিত্র নির্মাতা ও লেখক সাজিদ ফরহাদ। আর সিনেমাটির নাম হবে ‘দিলওয়ালে’। শাহরুখ
ও ক্যাট ছাড়াও সিনেমাতে আরও অভিনয় করবেন ভারুণ ধাওয়ান ও কৃতি শ্যানন। আগামী
মার্চেই সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে।
সূত্র: ডিএনএ

0 comments: