সিনেমা ছাড়ার ঘোষনা দিয়ে আবার সিদ্ধান্ত বদলালেন
চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমা ছাড়বেন বলে ঘোষনা দেয়ার পর যদিও নিকটজনরা
সিদ্ধান্তটিকে মাহির অভিমান এবং ছেলেমানুষি বলে অভিহিত করছিলেন। সে কথাই ফললো
অবশেষে। বৃহস্পতিবার রাতে হঠাৎ মাহিয়া মাহিয় ফেসবুকে নিজের একাউন্ট থেকে নিজের ভুল
স্বীকার করে স্ট্যাটাস দিয়েছেন। মাহি তার স্ট্যাটাসে লেখেন- আমি অবশ্যই সিনেমা
করবো। কিছুদিন খুব বিসন্ন ছিলাম আমি। খুব কষ্ট আর অভিমান থেকেই দিয়েছিলাম
স্ট্যাটাসটা (সিনেমা ছাড়ার ঘোষনা) যে আর সিনেমা করবো না। সিনেমাই আমার স্বপ্ন এবং
বাস্তব। কোথায় যাবো একে ছেড়ে? সম্ভব না।
এ ব্যাপারে মাহিয়া মাহি প্রিয়.কমকে জানান, ‘আমি
এখন ইণ্ডিয়াতে । অগ্নি ২ চলচ্চিত্রের জন্য নাচ শিখছি এখানে। মারপিটও শিখতে হচ্ছে।
সিনেমা ছাড়ার সিদ্ধান্তটা ছিলো আবেগবশত। সে সিদ্ধান্ত বদলেছি। দেশে ফিরছি
শিগগিরই। এমাসেই।’
উল্লেখ্য, সম্প্রতি মাহিয়া মাহি জানিয়েছিলেন,
‘অগ্নি ২’ এর পর নতুন করে কোনো ছবিতে অভিনয় করবেন না। এমনকি হঠাৎ করেই ৩১ জানুয়ারি
আমেরিকায় চলে যান তিনি। এমনকি দেশে ফিরবেন না বলে জানান তিনি।
অগ্নি ২’ ছবিতে মাহির সহশিল্পী হিসেবে থাকছেন
ওপার বাংলার ওম। আর ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। মাহি জানান, দেশে ফেরার
পর মার্চের মাঝামাঝি অগ্নি ২ এর শ্যুটিংয়ের জন্য ব্যাংককে যাচ্ছি। নতুন কিছু
ছবিতেও চুক্তিবদ্ধ হবার কথা আছে।
মাহির সিনেমা ছাড়ার ঘোষনায় কিছুটা দু:শ্চিন্তায়
পড়েছিলেন এফডিসির নির্মাতারা। নিশ্চয়ই তারা এখন স্বস্তির নি:শ্বাস ফেলবেন।

0 comments: