বড় পর্দায় আবেদনময়ী ও খোলামেলা দৃশ্যে সানি লিওন
যেমন সমালোচিত ঠিক একই ভাবে মল্লিকা শেরওয়াতও সমালোচিত। তবু ঠিক কি কারণে যেন সানি
লিওনকে সহ্যই করতে পারছেন না মল্লিকা। এর কারণ হতে পারে হট দৃশ্যে মল্লিকার চেয়ে
সানি বোধয় একটু বেশিই যান।
তবে মল্লিকা মনে করছেন সানি নাকি তার চেয়ে
পিছিয়ে রয়েছেন। শুধু তাই নয়, সানিকে বড় তারকা তো দূরের কথা, তারকার পর্যায়ে ফেলতে
নারাজ সেক্স সাইরেন খ্যাত এ অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পাওয়া ‘ডার্টি পলিটিকস’
সিনেমা নিয়ে এক সাক্ষাৎকারে এমনই কথা বললেন মল্লিকা।
মল্লিকা বলেন, ‘আমি মনে করি না যে সানি আমার
চেয়ে বড় কোনো স্টার।’ তিনি বলেন, ‘ভারতে প্রত্যেক অভিনেত্রীর জন্যই নিজস্ব একটা
জায়গা আছে। আর প্রত্যেকেই তার নিজের জায়গায় অদ্বিতীয়।’
তিনি আরও বলেন, ‘এক পেহেলি লীলা’র ট্রেলার
মুক্তি পাওয়ায় সানির জনপ্রিয়তা অনেক বেশি বাড়ছে। কিন্তু এখন পর্যন্ত সে ২ টি গ্ল্যাম
ডল জিততে পারেনি।’
সমালোচকদের মতে, সানি লিওন এ সময়ে পাঁচটি
সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। আর তাই তার ক্যারিয়ারের এই সুসময় যেন সহ্য হচ্ছে
না মল্লিকার।
তথ্যসূত্র: টাইমস অফ
ইন্ডিয়া

0 comments: