বেশ অনেক দিন ধরে কোন সিনেমায় দেখা যাচ্ছে না তাকে। সর্বশেষ ববি জাসুস সিনেমায় দেখা যায় তাকে। বিয়ের পর দিন দিন যেভাবে মুটিয়ে যাচ্ছিলেন তাতে অনেকের সন্দেহ গর্ভধারণের দিকে গেলেও তা গুজবই রয়ে যায় তবে কেন দিন দিন মুটিয়ে যাচ্ছিলেন? নিজের ওজন নিয়ে মুখ খুলতে দেখা গেল বলিউডের ডার্টি পিকচার নায়িকা বিদ্যা বালানকে। তিনি জানান, ওজন নিয়ে আগে থেকেই সমস্যায় ভুগছেন এই তারকা। তবে কলেজে পড়ার সময় থেকে তিনি একটু সচেতন হতে শুরু করেন। সেই সময় ওজন কমাতে তিনি ওষুধের পর্যন্ত শরণাপন্ন হয়েছেন। আর এই ওষুধ খাওয়া বাদ দিলেই তার ওজন বেড়ে যেত। শুধু তাই নয় আমাকে চিকিৎসকরা জানান যে, আমার শারীরিক অবস্থা এমন যে আমাকে ওষুধের মাধ্যমেই ওজন কমাতে হবে। তবে পরে এই তারকা জানতে পারেন যে আসলে তিনি সুস্থ ছিলেন। আর তাই ধীরে ধীরে নিজেকে কিছুটা হলেও শেপে নিয়ে এসেছেন। কিন্তু তারপরেও যেন সমালোচনার কমতি নেই। তিনি বলেন, একজন মোটা মেয়ে সব সময়ই ভাবে যে তার অতিরিক্ত ওজনের কারণে কখনই তাকে কোন ছেলে পছন্দ করবে না। তবে কেবল একজন সত্যিকারের প্রেমিক, স্বামী বা পরিবারই আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালবাসতে পারবে। আর এও সত্যি যে ভালোবাসা চিরস্থায়ী নয় এবং শেষমেশ আপনি যা তাতেই পড়ে থাকতে হয়।
ওজন কমাতে ওষুধ সেবন করতেন বিদ্যা!
বেশ অনেক দিন ধরে কোন সিনেমায় দেখা যাচ্ছে না তাকে। সর্বশেষ ববি জাসুস সিনেমায় দেখা যায় তাকে। বিয়ের পর দিন দিন যেভাবে মুটিয়ে যাচ্ছিলেন তাতে অনেকের সন্দেহ গর্ভধারণের দিকে গেলেও তা গুজবই রয়ে যায় তবে কেন দিন দিন মুটিয়ে যাচ্ছিলেন? নিজের ওজন নিয়ে মুখ খুলতে দেখা গেল বলিউডের ডার্টি পিকচার নায়িকা বিদ্যা বালানকে। তিনি জানান, ওজন নিয়ে আগে থেকেই সমস্যায় ভুগছেন এই তারকা। তবে কলেজে পড়ার সময় থেকে তিনি একটু সচেতন হতে শুরু করেন। সেই সময় ওজন কমাতে তিনি ওষুধের পর্যন্ত শরণাপন্ন হয়েছেন। আর এই ওষুধ খাওয়া বাদ দিলেই তার ওজন বেড়ে যেত। শুধু তাই নয় আমাকে চিকিৎসকরা জানান যে, আমার শারীরিক অবস্থা এমন যে আমাকে ওষুধের মাধ্যমেই ওজন কমাতে হবে। তবে পরে এই তারকা জানতে পারেন যে আসলে তিনি সুস্থ ছিলেন। আর তাই ধীরে ধীরে নিজেকে কিছুটা হলেও শেপে নিয়ে এসেছেন। কিন্তু তারপরেও যেন সমালোচনার কমতি নেই। তিনি বলেন, একজন মোটা মেয়ে সব সময়ই ভাবে যে তার অতিরিক্ত ওজনের কারণে কখনই তাকে কোন ছেলে পছন্দ করবে না। তবে কেবল একজন সত্যিকারের প্রেমিক, স্বামী বা পরিবারই আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালবাসতে পারবে। আর এও সত্যি যে ভালোবাসা চিরস্থায়ী নয় এবং শেষমেশ আপনি যা তাতেই পড়ে থাকতে হয়।
.jpg)
0 comments: