এবার বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো শাকিব খানের বিপরীতে কাজ করতে যাচ্ছেন পরিমনি ও চম্পা। জানা যায়, পরিচালক এস এ হক অলিক কিছুদিন আগেই তার নতুন সিনেমা আরও ভালোবাসব তোমায় এর নাম ঘোষণা করেন। এ ছবিতেই তিন সময়ের এই তিন জনপ্রিয় তারকা একসাথে কাজ করতে যাচ্ছেন।
চম্পা বলেন, মজার একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। এখানে আমাকে একজন অবিবাহিত এক নারীর চরিত্রে দেখা যাবে। যার লক্ষ্য সব সময় নিজেকে চিরতরুণী হিসেবে জাহির করা।
এদিকে শাকিব খান জানান, এ ছবিতে তাকে একজন চলচ্চিত্রের তারকারুপেই দেখা যাবে। আর চম্পাকে নায়িকার অবিবাহিত ফুফুর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ছবির শুটিং শুরু হবে।
আর পরিমনি তার একজন অন্ধ ভক্তের চরিত্রে অভিনয় করবেন। যে কিনা গ্রামের সাধারণ একটি মেয়ে। এ ছবিতে গান করবেন ইমন সাহা, হাবিব, এস আই টুটুল।
এই সিনেমাতে প্রথমে শাকিব খানের বিপরীতে মৌমিতা মৌকে অভিনয় করার কথা শোনা গেলেও, শেষ পর্যন্ত মৌমিতার অভিনয় করা হচ্ছে না এই সিনেমাতে।
তথ্যসূত্র: বাংলানিউজ

0 comments: