Thursday, 22 January 2015

আট বছর পর নাটকের জন্য গান করলেন হাবিব


প্রায় আট বছর পর নাটকের সূচনা সংগীত করলেন হাবিব ওয়াহিদরুদ্র মাহফুজের রচনা ও সাখাওয়াত মানিকের পরিচালনায় ১০৪ পর্বের ধারাবাহিক নাটক মেঘে ঢাকা শহরের সূচনা সংগীত এটিকেউ বোনে আড়ালে মুখোশের ঘর, জোছনা আঁধার মেঘে ঢাকা শহর এমন কথার গানটি লিখেছেন জাহিদ আকবর
সোমবার হাবিবের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়হাবিবের সঙ্গে গানটিতে কণ্ঠ দেন নির্ঝরহাবিব বলেন, সর্বশেষ শিহাব শাহীনের রমিজের আয়না ধারাবাহিকের গান করেছিলামআট বছর পর করলাম এই ধারাবাহিকের সূচনা সংগীত গানের কথা ও সুর বেশ ভালো হয়েছেআশা করছি রমিজের আয়নার মতো এই গানটিও দর্শকরা পছন্দ করবেন
পরিচালক জানান, ৩ ফেব্রুয়ারি উত্তরায় ধারাবাহিকটির শুটিং শুরু হবেঅভিনয়শিল্পী এখনো চূড়ান্ত হয়নি


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: