Thursday, 22 January 2015

সানির সার্টিফিকেটে সবার উপরে প্রিয়াঙ্কা

সানি লিওন নামটি শুনলেই নীল জগতের কথা মাথায় চলে আসেনীল জগত থেকে সানি লিওন এখন বলিউডেসানি লিওন পিছনে ফেলে এসেছে নীল জগতকে আর সেই সানি লিওনের কেরিয়ারে ইনস্পিরশনের তালিকায় কে? সানির উত্তর-প্রিয়াঙ্কা চোপড়া
সম্প্রতি ম্যানডেটম্যাগাজিনের প্রচ্ছদে স্বামী ড্যানিয়েল ওয়েবারকে সঙ্গে নিয়ে দেখা গেল তাকেসেই ম্যাগাজিনের উদ্বোধনেই হাজির হয়েছিলেন সানিসেখানে সানিকে জিজ্ঞেস করা হয়, বলিউডে তার প্রিয় অভিনেত্রী কে বা কারা? সানির উত্তরের তালিকায় আছেন বিদ্যা বালান ও কঙ্গনা রানাবততাদের কাজ যে তার ভালো লাগে জানান সানিতবে সানির সার্টিফিকেটে সবার উপরে আছেন প্রিয়াঙ্কা চোপড়াসানির কথায় প্রিয়াঙ্কা হলেন জ্যাক অফ অল ট্রেডস প্রিয়াঙ্কার সব কাজ দেখেছেন সানি, এবং তার মতে প্রিয়াঙ্কা হলেন বলিউডের সবথেকে ইনস্পারিং ওম্যান
ইউএসে প্রিয়াঙ্কার বিলবোর্ড দেখে মুগ্ধ হয়েছেন সানিতার সঙ্গে একই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পেয়ে গর্বিত তিনিসব মিলিয়ে প্রিয়াঙ্কাকে ইনস্পিরেশনই মনে করেন সানি
সামনেই আসছে সানির মস্তিজাদেসেখানে দ্বৈতরূপে দেখা যাবে সানিকে৷ আইটেম গার্ল ও চটকদারির পাশপাশি সিরিয়াস রোলেও এবার দেখা যাবে তাকেএক থা লীলাছবিতে তাঁকে সেমি ক্ল্যাসিক্যাল ডান্সেও দেখা যাবেতার জন্য সরোজ খানের কাছে ওয়ার্কশপও করছেন সানিপ্রিয়াঙ্কা চোপড়া যাঁর ইনস্পিরেশন তার থেকে আরও নানারকম সিরিয়াস রোলে পাওয়া যাবে, বলিউডের আশা এমনটাই



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: