সানি
লিওন
নামটি শুনলেই নীল জগতের কথা মাথায় চলে আসে। নীল জগত থেকে
সানি লিওন এখন
বলিউডে। সানি লিওন পিছনে ফেলে এসেছে নীল জগতকে
আর সেই সানি লিওনের কেরিয়ারে ইনস্পিরশনের তালিকায় কে? সানির উত্তর-প্রিয়াঙ্কা
চোপড়া।
সম্প্রতি ‘ম্যানডেট’ ম্যাগাজিনের প্রচ্ছদে স্বামী ড্যানিয়েল ওয়েবারকে সঙ্গে নিয়ে দেখা গেল তাকে। সেই ম্যাগাজিনের উদ্বোধনেই হাজির হয়েছিলেন সানি। সেখানে সানিকে জিজ্ঞেস করা হয়, বলিউডে তার প্রিয় অভিনেত্রী কে বা কারা? সানির উত্তরের তালিকায় আছেন বিদ্যা বালান ও কঙ্গনা রানাবত। তাদের কাজ যে তার ভালো লাগে জানান সানি। তবে সানির সার্টিফিকেটে সবার উপরে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। সানির কথায় প্রিয়াঙ্কা হলেন ‘জ্যাক অফ অল ট্রেডস’। প্রিয়াঙ্কার সব কাজ দেখেছেন সানি, এবং তার মতে প্রিয়াঙ্কা হলেন বলিউডের সবথেকে ‘ইনস্পারিং ওম্যান’।
ইউএসে প্রিয়াঙ্কার বিলবোর্ড দেখে মুগ্ধ হয়েছেন সানি। তার সঙ্গে একই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পেয়ে গর্বিত তিনি। সব মিলিয়ে প্রিয়াঙ্কাকে ইনস্পিরেশনই মনে করেন সানি।
সামনেই আসছে সানির ‘মস্তিজাদে’। সেখানে দ্বৈতরূপে দেখা যাবে সানিকে৷ আইটেম গার্ল ও চটকদারির পাশপাশি সিরিয়াস রোলেও এবার দেখা যাবে তাকে। ‘এক থা লীলা’ ছবিতে তাঁকে সেমি ক্ল্যাসিক্যাল ডান্সেও দেখা যাবে। তার জন্য সরোজ খানের কাছে ওয়ার্কশপও করছেন সানি। প্রিয়াঙ্কা চোপড়া যাঁর ইনস্পিরেশন তার থেকে আরও নানারকম সিরিয়াস রোলে পাওয়া যাবে, বলিউডের আশা এমনটাই।
সম্প্রতি ‘ম্যানডেট’ ম্যাগাজিনের প্রচ্ছদে স্বামী ড্যানিয়েল ওয়েবারকে সঙ্গে নিয়ে দেখা গেল তাকে। সেই ম্যাগাজিনের উদ্বোধনেই হাজির হয়েছিলেন সানি। সেখানে সানিকে জিজ্ঞেস করা হয়, বলিউডে তার প্রিয় অভিনেত্রী কে বা কারা? সানির উত্তরের তালিকায় আছেন বিদ্যা বালান ও কঙ্গনা রানাবত। তাদের কাজ যে তার ভালো লাগে জানান সানি। তবে সানির সার্টিফিকেটে সবার উপরে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। সানির কথায় প্রিয়াঙ্কা হলেন ‘জ্যাক অফ অল ট্রেডস’। প্রিয়াঙ্কার সব কাজ দেখেছেন সানি, এবং তার মতে প্রিয়াঙ্কা হলেন বলিউডের সবথেকে ‘ইনস্পারিং ওম্যান’।
ইউএসে প্রিয়াঙ্কার বিলবোর্ড দেখে মুগ্ধ হয়েছেন সানি। তার সঙ্গে একই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পেয়ে গর্বিত তিনি। সব মিলিয়ে প্রিয়াঙ্কাকে ইনস্পিরেশনই মনে করেন সানি।
সামনেই আসছে সানির ‘মস্তিজাদে’। সেখানে দ্বৈতরূপে দেখা যাবে সানিকে৷ আইটেম গার্ল ও চটকদারির পাশপাশি সিরিয়াস রোলেও এবার দেখা যাবে তাকে। ‘এক থা লীলা’ ছবিতে তাঁকে সেমি ক্ল্যাসিক্যাল ডান্সেও দেখা যাবে। তার জন্য সরোজ খানের কাছে ওয়ার্কশপও করছেন সানি। প্রিয়াঙ্কা চোপড়া যাঁর ইনস্পিরেশন তার থেকে আরও নানারকম সিরিয়াস রোলে পাওয়া যাবে, বলিউডের আশা এমনটাই।

0 comments: