Sunday, 18 January 2015

রূপসী তারকাদের মেক-আপ বিহীন "আসল" চেহারা (দেখুন ছবিতে)

রূপালিপর্দার তারকাদের দেখে আমরা বিমোহিত হই। মনে মনেই তাদের মতো রূপসী হবার স্বপ্ন দেখি। কখনও কি ভেবে দেখেছি এদের প্রত্যেকেই তো মেক- আপের আস্তরণ লাগিয়ে তবেই পর্দার সামনে আসেন। কিন্তু এই মেক-আপ ছাড়া আসলেই তারা দেখতে কেমন? এই মেক- আপের সাহায্য ছাড়াই কি তারা সমান রূপবতী?প্রশ্ন জাগাতেই পারে। তবে চলুন দেখে নিই, রূপসী তারকাদের মেক-আপ বিহীন আসল রূপ।






SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: