Sunday, 18 January 2015

বলিউডে ফিরে আসছে কি পুরনো সিনেমাগুলো?

বলিউড মাতানো এমন অনেক সিনেমা আছে যা শুধু বক্স অফিসই নয়, মানুষের হৃদয়ও জয় করে নিয়েছে। দর্শকদের মনের খোরাক মেটাতেই এইসব সিনেমা তাদের সিক্যুয়েল নির্মাণের কাজে এ বছর হাত দিতে যাচ্ছে । সিক্যুয়েল নিয়ে হাজির হতে যাওয়া ৫ টি সিনেমা নিয়েই আজকের আয়োজন।
১। মারদানি: যশ রাজ ফিল্মসের এই সিনেমার সিক্যুয়েল খুব শীঘ্রই তৈরি হতে যাচ্ছে। মারদানি সিনেমার পটভূমি ছিল শিশু পাচার সংক্রান্ত এক আবেগতাড়িত বিষয়। মারদানির পরিচালক প্রদীপ সরকার সিক্যুয়েলের উপযোগী এক স্ক্রিপ্ট খুঁজছেন। শুধু স্ক্রিপ্ট হলেই তো হবে না, মারদানি খ্যাত বলিউড অভিনেত্রী রানি মুখার্জির জন্যও তো তা মানানসই হওয়া চাই।
২। কিক: সকল তথ্য যদি সত্য হয়, তবে সাজিদ নাদিয়াদওয়ালার ব্লকবাস্টার হিট সিনেমা ‘কিক’ এর সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শুধু তাই নয়, কিক সিনেমার জনপ্রিয় গান ডেভিল এর নামানুসারেই এই সিক্যুয়েলটির নাম দেয়া হবে বলে জানা গিয়েছে। কিক সিনেমায় অভিনীত সালমান খান এ বছর শিডিউল দিতে না পারলেও ২ বছর পরে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।
৩। ডন: বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ডন টু সর্বশেষ মুক্তি পায় ২০১১ সালে। এই সিনেমার পরিচালক ফারহান আখতার এরপর অ্যাকশন সিনেমা পরিচালনা থেকে কিছুদিনের জন্য বিরতি নেন। তিন বছর পর ফারহান আবারও সিনেমা পরিচালনার কাজ শুরু করতে যাচ্ছেন, আর তা ডন সিনেমারই সিক্যুয়েল নিয়ে। ডন সিনেমা কি আর ডনকে বাদ দিয়ে করা সম্ভব? আর তাই তো ডন রুপে আবারও শাহরুখ খানকেই দেখা যাবে ডন সিনেমার ধারাবাহিক এই সিক্যুয়েল।
৪। ওয়েলকাম: আনিস বাজমি পরিচালিত ‘ওয়েলকাম’ সিনেমাটি ২০০৭ সালে মুক্তি পেয়েছিল। প্রচুর হাসির খোরাক জোটানো এই সিনেমাটি দারুণ জনপ্রিয় হয়েছিল। আর তারই রেশ ধরে এই সিনেমার সিক্যুয়েল ওয়েলকাম ব্যাক মুক্তি পেতে যাচ্ছে। মূল সিনেমার মতোই নিজ নিজ চরিত্রে নানা পাটেকার ও অনিল কাপুরকে দেখা যাবে। আর নতুনের মাঝে দেখা যাবে জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, শ্রুতি হাসান ও আরও অনেককে। ওয়েলকাম ব্যাক আগামী ২৩ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে।
৫। এবিসিডি টু-এনি বডি ক্যান ডান্স: কোরিওগ্রাফার এবং পরিচালক রেমো ডি সুজা পরিচালিত এবিসিডি সিনেমাটি ২০১৩ সালে মুক্তি পেয়েছিল। তারই ধারাবাহিকতায় সিনেমাটির সিক্যুয়েলমুক্তি পেতে যাচ্ছে। এবিসিডি সিনেমাটিতে অনেক প্রফেশনাল ডান্সার অভিনয় করেছিলেন যার মধ্যে প্রভু দেভা, সালমান ইউসুফ খান, পুনিত পাঠক অন্যতম। তবে সিনেমাটির সিক্যুয়েলটিতে ভারুন ধাওয়ান এবং আশিকি টু খ্যাত শ্রদ্ধা কাপুর অভিনয় করছেন। ভারুন এখানে একজন ওয়েটার ও শ্রদ্ধা হেয়ারড্রেসারের ভুমিকায় অভিনয় করছেন। সিনেমাটি এ বছর জুনে মুক্তি পাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: