Friday, 9 January 2015

তামিল ছবি দিয়ে সিনেমা জগতে কামব্যাক শ্রীদেবীর

প্রথম তামিল সিনেমাতেই ৪ বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। আবার সেই তামিল সিনেমা দিয়েই আবারও সিনেমা জগতে ফিরছেন বলিউডের চাঁদনি খ্যাত শ্রীদেবী। বেশ কয়েক দশক পরে ফের তামিল ছবিতে অভিনয় করবেন তিনি। ছবির নাম ‘পুলি’। টুইট করে শ্রীদেবী তার ছবির নাম ঘোষণা করেছেন। জানিয়েছেন এই ছবির কলাকুশলীদের সঙ্গে কাজ করা তার কাছে দারুণ অনুভূতি। ‘ইংলিশ ভিংলিস’ ছবিতে হিন্দি ছবিতে কামব্যাক করেছিলেন। এবার পালা তামিলে। শিশুশিল্পী হিসেবে তামিলের পাশাপাশি তেলুগু, মালায়ালাম ছবিতেও কাজ করেন। তবে ১৩ বছর বয়সে প্রথম বড় কাজ তামিল ছবিতেই। তাই এতদিন পরে তামিল ছবিতে ফেরাকে ‘ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স’ বলেছেন শ্রীদেবী। ছবিতে নায়কের ভূমিকায় আছেন বিজয়। নায়িকা হাংসিকার মায়ের ভূমিকায় অভিনয় করছেন শ্রীদেবী। এছাড়া ছবিতে আছেন শ্রুতি হাসান, সুদীপ প্রমুখ।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: