দীপিকার
বক্ষসন্ধির
যে ভিডিও
নিয়ে সমগ্র
ভারতজুড়ে তোলপাড়
চলছে,
কী আছে সেই
ভিডিওতে?
এক
বছরেরও
বেশি সময়
আগে ইউটিউবে আপলোড
করা ওই
ভিডিওতে দীপিকার ক্লেভেজ বা বক্ষসন্ধি যতটুকু
দেখা গেছে, তার বেশি তিনি দেখান চলচ্চিত্রে।
আর তাছাড়া,বলিউডে এ ধরনের ক্লেভেজ দেখানোর
ঘটনা খুবই সাধারণ। তাই দীপিকা কেন ক্ষেপেছেন,
তা বুঝতে পারছেন না অনেকেই। তাছাড়া এক বছর
আগে ইউটিউবে ভিডিওটি আপলোড করা হলেও কেন
নীরব ছিলেন দীপিকা। এ প্রশ্ন টাইমস অব ইন্ডিয়ার
মতো এখন সবারই।
তাই আবারো প্রশ্ন জাগছে এমন কি ছিল সেই
ভিডিওতে যা বারবার দীপিকাকে আলোচনায়
নিয়ে আসছে? জানতে ও দেখতে চাইলে ভিডিও
লিঙ্কে ক্লিক করুন।
পাঠকদের জন্য সেই বিতর্কিত ভিডিওটি শেয়ার
করা হলো।
ভিডিও দেখতে ক্লিক করুন
ভিডিওটি দেখুন
ভিডিওটি দেখুন

0 comments: