Friday, 9 January 2015

নতুন গানে মনোরম জ্যাকুলিন

রেস্তোরাঁর ফুটপাতে বসে কফি পান করছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। হঠাৎ তার আশপাশে সবাই ছন্দে-তালে মেতে উঠলো। এলো ব্যান্ড পার্টি। সেই উচ্ছ্বাসে গা ভাসালেন তিনিও। ‘রয়’ ছবির নতুন গানের ভিডিওতে দেখা গেছে এই দৃশ্য। গানটির শিরোনাম ‘চিঠিয়া কালাইয়া’। বিয়ে কিংবা পার্টির উপযোগী পাঞ্জাবি ধাঁচের গানটি গেয়েছেন ‘বেবি ডল’খ্যাত কনিকা কাপুর ও অঞ্জন। সুর ও সংগীত পরিচালনায় মিট ব্রস অঞ্জন। গানটিতে বেশ প্রাণবন্তভাবে উপস্থাপন করা হয়েছে জ্যাকুলিনকে। ২৯ বছর বয়সী এই অভিনেত্রীকে বেশ মনোমুগ্ধকর লেগেছে গানটিতে। বিক্রমজিৎ সিং পরিচালিত ‘রয়’ মুক্তি পাবে ১৩ ফেব্রয়ারি। এতে জ্যাকুলিনের দুই সহশিল্পী অর্জুন রামপাল ও রণবীর কাপুর।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: