Friday, 9 January 2015

বলিউডে সমালোচনার ঝড় তুলল বিপাশার 'হাই স্লিট গাউন'!

বলিউডে জোর গুঞ্জন সম্পর্ক ভাঙ্গনের পর থেকে আরও বেশী বেপরোয়া হয়ে পড়েছেন এই অভিনেত্রী। কোনো পিছুটান নেই বলেই তিনি আর কোনও কিছুকেই ততটা পাত্তা দিচ্ছেন না। না হলে সবেমাত্র ‘অ্যালোন’ সিনেমাতে তার খোলামেলা লুক মুক্তি পাওয়ার পর থেকেই এত সমালোচনা শুরু হয়েছে, অথচ তা নিয়ে আদৌ মাথা ঘামাচ্ছেন না অভিনেত্রী৷ যে স্টিলটি মুক্তি পেয়েছে তাতে তিনি বিকিনি পরেননি ঠিকই, তবু একটি হাই স্লিট গাউনে নিজেকে পরিবেশন করেছেন তিনি। আর এই বিষয়টিকে কেন্দ্র করেই সমালোচনার ঝড় উঠেছে। পোশাকটি নাকি আদৌ তাকে মানায়নি। শরীরে যথেষ্ট চর্বি জমেছে তার। অথচ এই ধরনের পোশাক পরার জন্য একটু স্লিম ফিগারই বাঞ্ছনীয়। শোনা গিয়েছে, এই সিনেমাতেই নাকি তিনি আরও একবার অনস্ক্রিন নগ্ন হয়েছেন। কামব্যাকের জন্য মরিয়া তিনি। যদিও সিনেমার পোস্টার কিংবা ফার্স্ট লুক দেখে দর্শকরা মুগ্ধ।কিন্তু বিপাশার মেদবহুল চেহারায় হাইস্লিট গাউনটা মেনে নিতে পারছেন না কোনো অনুরাগী।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: