Thursday, 8 January 2015

‘আমি খুব ভালো চুমু দিতে পারি।’

কথাবার্তায় বরাবরই খোলামেলা বলিউড ডিভা আলিয়া ভাট। এর আগে একাধিকবার তিনি জানিয়েছেন, চুম্বনদৃশ্যে অভিনয় করতে তার কোনো সমস্যা নেই। এবার আরো এক ধাপ এগিয়ে তিনি বলেছেন, ‘আমি খুব ভালো চুমু দিতে পারি।’ এ অভিনেত্রী জানিয়েছেন, সিনেমার চাহিদা অনুযায়ী চুম্বনদৃশ্যে অভিনয় করতে তার কোনো সমস্যা নেই। একই সঙ্গে তিনি বলেছেন, ‘আমি খুব ভালো কিসার।’ আলিয়া আরো বলেছেন, ‘আমার মনে হয়, আমি খুব ভালো কিসার। আমার চুমু নিয়ে এখন পর্যন্ত কেউ কোনো আপত্তি করেননি। আর তা কেউ করলে আমি তা জানিয়ে দেব।’ এমন সংবাদই প্রকাশ করেছে ভারতীয় এক সংবাদমাধ্যম। আলিয়া তার পরবর্তী সিনেমা শানদার নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন। এই সিনেমাতেও আগের মতোই প্রশংসা আদায় করে নেবেন বলে মনে করেন এ অভিনেত্রী।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: