হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি পরিচালিত
দ্বিতীয় সিনেমা ‘আনব্রোকেন’ মুক্তির আগেই
সারা বিশ্বে আলোড়ন তুলেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের
পরে যুদ্ধবন্দি লুই জ্যাম্পারিনি, একজন অলিম্পিক ডিসট্যান্স রানার তার
অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
তারই আলোকে লরা হিলেনব্র্যানডের লেখা বই
‘আনব্রোকেন: এ ওয়ার্ল্ড ওয়ার ২ স্টোরি অফ সারভাইভাল,
রেজিলিয়েন্স অ্যান্ড রিডেম্পশন’। আর এই বই থেকেই
অ্যাঞ্জেলিনা জোলি তার আনব্রোকেন সিনেমার চিত্রনাট্য
তৈরি করেন।
২৫ শে ডিসেম্বর বড়দিনে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। কিন্তু
ভারতে সিনেমাটি মুক্তি না পাওয়ায় ভারতের জনগণ
সিনেমাটি দেখা থেকে বঞ্চিত হন। তবে এবার সেই সমস্যাটির
খুব সুন্দর সমাধান হয়েছে। আগামী বছরের
জানুয়ারিতে ভারতে মুক্তি পেতে চলেছে ‘আনব্রোকেন’।

0 comments: