আসলেই মিম
টপকে গেছেন। অর্থাৎ উঠে গেছেন
সত্যের জয়গানে। সানি লিওনরা যা করতে পারেন
আমাদের প্রতিশ্রতিশীল শিল্পী মিম
তা করতে পারেন না। প্রশ্নই আসেনা। একজন
মেধাবী মেয়ে যিনি শুধু লাক্স সুন্দরী হননি,
হয়েছেন অজস্র মানুষের মনিকোঠায় সুন্দরের
এক প্রতিমা।
শারদীয়ার এই মাহেন্দ্রক্ষণে তারকাদের
তারকাকথনে ভক্তরা হয়ত আশাহত। বিমর্ষ। লজ্জিত।
অপমানিত। তিন্নি-হিল্লোল, চৈতি, প্রেমা, শখ, মিলা,
অরুণ চৌধুরী, প্রভার নগ্ন ভিডিওর ধারাবহিকতায়
প্রকাশিত হয়েছে চ্যানেল আই লাক্স সুপার স্টার
বিদ্যা নিহা মিমের নগ্ন ভিডিও ক্লিপের পুরো দৃশ্য।
কিন্তু সত্য বড় কঠিন। যারা বড় শিল্পী হতে চান,
তারা কখনোই এসবের ধারে কাছেও যান না।
তারা অভিনয়ে গুণমুগদ্ধ করে ভক্তকুলকে পাগল
করে রাখেন। হয়তো পাগল
ভক্তরা তাকে নিয়ে কখনো কখনো উন্মাদ
হয়ে উন্মাদনায় মেতে উঠতে পারেন। কিন্তু
তাতে জাত শিল্পীর কি আসে যায়?
অর্পণা সেনদের কি কোন দুর্নাম হয়? মিমদেরও
হয়না। ক্ষণেকের ভুল হতে পারে।
তাই তারা ঠিকই খুজেঁ বের করেছে।
মিমকে ক্ষতিগ্রস্থ করার জন্য বেশ কিছু
ওয়েবসাইট তাদের
সাইটে যে ভিডিওটি দিয়ে রেখেছে সেটি আসলে বহুগুণে গুণান্বিত
বিদ্যা সিনহা সাহা মীম নয়, ভারতীয় পর্ণস্টার
অঞ্জলি…
বিশ্বাস না হলে ANJALI KARA লিখে GooGle এ
Search দেন । পেয়ে যাবেন উত্তর।
কিন্তু জটিল বিনোদনের ভাবনা, বিপিএলে বিভিন্ন
ফ্র্যাঞ্জাইজগুলো বিদেশী খেলোযাড়দের
মনোরঞ্জন করতে টাকার বিনিময়ে এ দেশের
কয়েকজন মডেল ও অভিনেত্রী ভাড়া করেছিল।
এ অবস্থায় বাতাসে ভাসছে আরো কয়েকজনের
মেয়ে মডেল-অভিনেত্রীর নাম। যাদের
আমরা সবাই কম-বেশি চিনি। আশঙ্কা একটাই, দেশের
শোবিজ নিয়ে আগামী প্রজন্ম কি ভাববে?
তবে কি নষ্ট হয়ে যাবে শিল্পের ভবিষ্যৎ?
নিশ্চয়ই না, মেঘের আড়ালে সূর্য্য হাসে।
আমাদের মিম হাসবে। জ্বলজ্বল করে উঠবে।

0 comments: