বেশ অনেক চরাই উতরাইয়ের পর গত ১২
আগস্ট প্রেমিক মাহিম করিমের সাথেই বিবাহ
বন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় এবং রূপসী মডেল সারিকা।
বিয়ের পর সেভাবে আর
মিডিয়াতে দেখা যায়নি এই অভিনেত্রীকে।
কিন্তু কী কারণে পর্দায় নিজেকে আড়াল
করে রেখেছেন এই অভিনেত্রী?
কারণ তো অবশ্যই একটি রয়েছে। তবে শুনুন, মাহিম-
সারিকা দম্পতির ঘরে আসছে নতুন অতিথি।
মা হতে যাচ্ছেন সারিকা। সারিকার মা হওয়ার
খবরে তাদের পুরো পরিবার খুশি। এখন বিশ্রামেই
থাকেন সারিকা। মাঝে মধ্যে স্বামীর সঙ্গে বের
হন। সম্প্রতি সারিকা তার
ফেসবুকে বেশি বেশি শিশুদের ছবি আপলোড
করছিলেন। বিষয়টি অনেকেরই নজড়ে আসে।
শিশুদের প্রতি তার কদর বেড়ে যায়। কারণ একটাই
তিনি মা হতে যাচ্ছেন। সারিকার সাম্প্রতিক
ছবিতে তাকে বেশ মোটাও দেখা যায়।
সারিকা সংবাদমাধ্যমকে বলেন, আপনারা আমার
জন্য দোয়া করবেন। আমার সন্তান যেন সুস্থ হয়
তাকে যেন কোন ঝামেলায় পরতে না হয়।
মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।

0 comments: