Monday, 5 January 2015

'রাত্রিযাপন' বিষয়ে মুখ খুললেন সানি লিওন! কি জানালেন তিনি?

নীল জগতের এই জনপ্রিয় তারকা এখন বলিউডের আলোচিত অভিনেত্রীদের একজনে পরিণত হয়েছেন। আবেদনময়ী এই তারকাকে ঘিরে ভক্তদেরআগ্রহের যেন কোন শেষ নেই। তবে সম্প্রতি এই অভিনেত্রী সম্প্রতি এই অভিনেত্রী একজনের সাথে একটি রাত যাপনের বিষয়ে মুখ খুলে সকলকে একেবারে চমকে দিলেন। সানি লিওন এখন ব্যস্ত তার আপকামিং সিনেমা ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ নিয়ে। আর এই সিনেমার প্রোমোশনের দিনেই সানি তার জীবনের এই গোপনীয় তথ্যটি সকলের সাথে শেয়ার করেন। সানি জানান, এক রাত্রিজাপনের বিষয়টি সানি লিওনের জীবনেও ঘটেছিলো। এটা এমন কোন বিষয় নয় যে লুকিয়ে বেড়াতে হবে। এই রূপসী অভিনেত্রী আরও বলেন, প্রত্যেকের জীবনেই এমন ঘটনা ঘটে থাকে। কেউ যদি এখন বলেন যে তিনি জীবনে কখনই এক রাতের জন্য কারও সাথে থাকেননি। তবে তিনি খুব স্বাভাবিক ভাবেই মিথ্যা কথা বলছেন। তিনি এক রাত্রি যাপন বিষয়ে বলেন, আমি যখন সিঙ্গেল ছিলাম এই ঘটনা তখনই বেশী ঘটেছে। কেননা আমি যা চাইতাম তাই করতে পছন্দ করতাম। আমি কখনই কোন একজনের ছিলাম না। আমার জীবনে বহুবার বহু পুরুষেরই আনাগোনা হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: