Monday, 19 January 2015

অস্কার নমিনেশন ২০১৫

আবার পালা অস্কারের। কিন্তু তার আগে দেখে নেওয়া যাক কারা কারা এবারের অস্কারের তালিকায় নিজেদের জায়গা করে নিল। শুরু হয়ে গেছে অস্কারের মনোনয়ন। আসুন সবার আগে চোখ রাখি সেই তালিকায়। সেরা ছবির মনোনয়নে তালিকায় রয়েছে: * ‘আমেরিকান স্নাইপার’ * ‘বার্ডম্যান’ * ‘বয়হুড’ * ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’ * ‘দ্য থিওরি অফ এভরিথিং’ * ‘হুইপ্ল্যাশ’ * ‘সেলমা’ * ‘দ্য ইমিটেশন গেম’ সেরা পরিচালকের তালিকায় রয়েছেন: * রিচার্ড লিঙ্কল্যাটার: ‘বয়হুড’ * আলেজান্দ্রো জি ইনারিতু: ‘বার্ডম্যান’ * ওয়েস আ্যাডারসন: ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’ * মর্টেন টিলডাম: ‘দ্য ইমিটেশন গেম’ * বেনেট মিলার: ‘ফক্সক্যাচার’ সেরা অভিনেতাদের তালিকায় রয়েছেন: * মাইকেল কিটন: ‘বার্ডম্যান’ * এডি রেডমেন: ‘দ্য থিওরি অফ এভরিথিং’ * বেনেডিক্ট কামবারব্যাচ: ‘দ্য ইমিটেশন গেম’ * স্টিভেন ক্যারেল: ‘ফক্সক্যাচার’ * ব্র্যাডলি কুপার: ‘আমেরিকান স্নাইপার’ সেরা অভিনেত্রীদের তালিকায় রয়েছেন: * রোসামুন্ড পাইক: ‘গন গার্ল’ * জুলিয়েন মুর: ‘স্টিল অ্যালাইস’ * রিজ উইথহারস্পুন: ‘ওয়াইল্ড’ * ফেলিসিটি জোনস: ‘দ্য থিওরি অফ এভরিথিং’ * ম্যারিয়ন কতিয়ার: ‘টু ডে ওয়ান নাইট’ সেরা সহকারি অভিনেত্রীদের তালিকায় রয়েছেন: * প্যাট্রিসিয়া আরকেট: ‘বয়হুড’ * এম্মা স্টোন: ‘বার্ডম্যান’ * কেইরা নাইটলি:’দ্য ইমিটেশন গেম’ * মেরিল স্ট্রিপ: ‘ইন টু দ্য উডস’ * লরা ডেন: ‘ওয়াইল্ড’ সেরা সহকারী অভিনেতাদের তালিকায় রয়েছেন: * জে কে সিমনস : ‘হুইপ্ল্যাশ’ * এডওয়ার্ড নর্টন: ‘বার্ডম্যান’ * ইথান হক: ‘বয়হুড’ * রবার্ট দুভাল: দ্য জাজ’ * মার্ক রাফেলো: ‘ফক্সক্যাচার’ সেরা সঙ্গীতের তালিকায় রয়েছেন: * গ্লোরি * লস্ট স্টারস- * এভরিথিং ইস অসাম * আই অয়াম নট গননা মিস ইউ * গ্রেটফুল * বিয়ন্ড দ্য লাইটস

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: