Tuesday, 20 January 2015

মাইলির নগ্ন ছবিতে ইন্টারনেট তোলপাড়

হলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী মাইলি সাইরাস সবসময়ই কিছু না কিছু করে সংবাদের শিরোনাম হয়েই যান। তবে ভি ম্যাগাজিনে তার নতুন ছবি যেন আগের সবকিছুকেই ছাপিয়ে গেল। ভি ম্যাগাজিনে মাইলির এই ছবিতে তিনি বাথটাবে নগ্ন অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন। এবং তার শরীরের বিভিন্ন গোপন স্থান সাবানের ফেনা দিয়ে ঢাকা রয়েছে। মাইলির শরীরের সামনের দিকের এরকম খোলামেলা ছবি ছাড়াও বিভিন্ন পাশ থেকে তোলা আরও ছবি রয়েছে। ডেইলি মেইলের হিসেবে এটাই বোধহয় মাইলির সবচেয়ে শকিং ছবি। সূত্র: ইউএসএ টুডে

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: